নিজস্ব প্রতিবেদন: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) চলছে মহারণ। আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। মেগা সানডে-তে চোখ ছিল রয়্যালসের ব্রিটিশ ওপেনার জস বাটলারের (Jos Buttler) দিকে। কারণ একাধিক রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ার দোরগোড়ায় ছিলেন তিনি। প্রত্যাশা মতোই বাটলারের ব্যাটে ভেঙে চুরমার হয়ে গেল একাধিক আইপিএল রেকর্ড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন রাজস্থান প্রথমে ব্যাট করে ২০ ওভারে গুটিয়ে গেল মাত্র ১৩০ রানে। ওপেন করতে নেমে বাটলার ৩৫ বলে ঝোড়ো ৩৯ রানের ইনিংস খেললেন। হাঁকালেন ৫টি চার। হার্দিক পাণ্ডিয়ার বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ তুলে দেন তিনি। প্লে-অফে ২০০ রান করার নজির গড়লেন বাটলার। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে প্লে-অফে ২০০ রান করার রেকর্ড করলেন তিনি। এর আগে ডেভিড ওয়ার্নার ১৯০ রান করেছিলেন ২০১৬ সালে। কিন্তু ২০০-র গণ্ডি পার করতে পারেননি। বাটলার চলতি আইপিএলে কোয়ালিফায়ার ওয়ানে গুজরাতের বিরুদ্ধে করেছিলেন ৫৬ বলে ৮৯ রান। কোয়ালিফায়ার টু-তে তিনি আরসিবি-র বিরুদ্ধে করেন ৬০ বলে ১০৪ রান। মোট ২৩২ রান এসেছে তাঁর ব্যাটে।


ফাইনালের আগে পর্যন্ত ১৬ ম্যাচে ৮২৪ রান ছিল বাটলারের ঝুলিতে। আইপিএলের ইতিহাসে এক মরশুমে সব চেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) ২০১৬ সালে আরসিবি-র জার্সিতে কোহলি শাসন করেছিলেন। ১৬ ম্যাচে করেছিলেন ৯৭৩ রান। আইপিএলের এক মরশুমে দ্বিতীয় সর্বাধিক রানশিকারি ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৬ সালেই তিনি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে করেছিলেন ৮৪৮ রান। বাটলার এদিন ২৫ রান করেই টপকে যান ওয়ার্নারকে। এখন তিনি কোহলির পর আইপিএলের এক মরশুমে দ্বিতীয় সর্বাধিক রানশিকারি। কোহলি-ওয়ার্নারের পর ক্রোড়পতি লিগে তৃতীয় ক্রিকেটার হিসাবে বাটলারই এক মরশুমে ৮০০ রানের গণ্ডিও পার করেছেন। 


আরও পড়ুন: IPL 2022 final, GT vs RR: মেগা ফাইনালে Umran-এর কোন রেকর্ড ভাঙলেন Lockie Ferguson? জেনে নিন


আরও পড়ুন Hardik Pandya: বল হাতে মোতেরায় ম্যাজিক হার্দিকের! আইপিএল ফাইনালে লিখলেন ইতিহাস


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)