IPL 2022: কেমন হল নতুন ফ্রাঞ্চাইজি Gujarat Titans-এর নতুন লোগো? জানতে পড়ুন
সামনে এল নতুন লোগো।
নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস রবিবার তাদের অফিসিয়াল লোগো প্রকাশ করল।
লখনউয়ের দলের নাম লখনউ সুপার জায়ান্টস, আর গুজরাট টাইটানস আমদাবাদ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির নাম। লখনউয়ের দলের নাম এবং লোগো অনেক আগেই প্রকাশ করা হয়েছিল, কিন্তু গুজরাটের দলের নাম এসেছে অনেক পরে এবং নিলামের পরেও ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল লোগো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়নি। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার দল তাদের লোগো প্রকাশ করল।
আইপিএল ২০২১ মরশুমে খেলা আটটি দলের লোগোতে কোন পরিবর্তন করা হয়নি। যখন ফ্র্যাঞ্চাইজিগুলি দুটি নতুন দলের লোগো প্রকাশ করেছে। এই আইপিএলে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটানস।
আরও পড়ুন: ১০ জনের মধ্যে আসল Virat Kohli-কে? চিনতে পারছেন?
আরও পড়ুন: Ranji Trophy: ‘স্পেশাল ট্যালেন্ট’ Abishek Porel-কে নিয়ে উচ্ছ্বসিত বঙ্গব্রিগেড