নিজস্ব প্রতিবেদন: ২৬ মার্চ থেকে শুরু আইপিএল। এর আগে হোলির (Holi 2022) আমেজে মেতে উঠল ১০টি ফ্রাঞ্চাইজি। কলকাতা নাইট রাইডার্স থেকে দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটান্স থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সব দল রঙের উৎসবে মেতে উঠল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পন্থের দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা জমিয়ে খেললেন হোলি। টুইটারে তুলে ধরা হল সেই ভিডিও। ক্যাপশনে লেখা হয়েছে, “সতরঙ্গি ইয়ারি, রঙ-বিরঙ্গি হোলি। আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে হোলির শুভেচ্ছা।”




গুজরাতের তরফ থেকে ভিডিওবার্তাতেও দলের শুভাকাঙ্খীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক-শুভমন থেকে ঋদ্ধি-সামিরা। দেখুন ভিডিও।  





প্রীতির দল পঞ্জাব কিংস জমিয়ে হোলি কাটিয়েছে টিম হোটেলে। দেখে নিন পঞ্জাবের কাটানো হোলির কিছু মুহূর্ত। 



হোলি উপলক্ষে পঞ্জাবের টুইটারে তাদের নতুন ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়ালের ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। দেখে নিন সেগুলি। 




‘ইয়ে হোলি… কোয়ারান্টিন ওয়ালি’… সঞ্জু স্যামসনের দল রাজস্থান রয়্যালসের তরফে হোলি উপলক্ষ্যে ভিডিওবার্তা শেয়ার করা হয়েছে। দেখে নিন পিঙ্ক আর্মির ভিডিও। 



পাঁচবারের আইপিএল জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা হোলির শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুম্বইপ্রেমীদের।



এ বারের আইপিএলের আর এক নতুন দল লখনউ সুপার জায়ান্টসের প্লেয়াররাও টিম হোটেলে সেলিব্রেট করলেন হোলি উৎসব। দেখুন ছবি। 




নাইট শিবিরও মেতেছে রঙের উৎসবে। দেখুন কেকেআরের হোলি উদযাপনের কিছু ছবি। 




‘হাওয়ার ছড়িয়ে যাক হলুদ রঙ’… মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের তরফে টুইটারে হোলির শুভেচ্ছা জানানো হল। 




আরসিবি পরিবারের পক্ষ থেকেও হোলির শুভেচ্ছা জানানো হয়েছে।




অরেঞ্জ আর্মির তরফ থেকেও হোলির শুভেচ্ছা জানানো হয়েছে টুইটারে।