IPL 2022: প্রথম জয়ী অধিনায়ক প্রিয় ওয়ার্নিকে স্মরণ করল BCCI
প্রথম আইপিএল-এ অনভিজ্ঞ দল নিয়ে ট্রফি জিতেছিল ওয়ার্নের রাজস্থান। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারায় তাঁর দল।
নিজস্ব প্রতিবেদন: ২০০৮ সালে অভিষেক আইপিএল-এ রাজস্থান রয়্যালসে চ্যাম্পিয়ন করিয়েছিলেন শেন ওয়ার্ন। এহেন প্রিয় ওয়ার্নিকে স্মরণ করা হল। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম লেগ স্পিনারকে স্মরণ করা হল। গত ৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে চলে গিয়েছিলেন ওয়ার্ন।
প্রথম আইপিএল-এ অনভিজ্ঞ দল নিয়ে ট্রফি জিতেছিল ওয়ার্নের রাজস্থান। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারায় তাঁর দল। প্রথম ম্যাচ শুরুর আগে ওয়ার্নের নেতৃত্বাধীন সেই দলের যাত্রাপথ দেখানো হয় সম্প্রচারকারী চ্যানেলের তরফে। ফাইনালে জয়ের মুহূর্তও উঠে আসে।
এ বারের আইপিএলে রাজস্থান ২৯ মার্চ তাদের অভিযান শুরু করবে। বিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন: IPL 2022: এক রবির পাশে আর এক রবি, Ravindra Jadeja-র প্রশংসা করলেন Ravi Shastri
আরও পড়ুন: IPL 2022: Team India-র কোন দুই ম্যাচ উইনারকে ভবিষ্যতের তারকা বললেন Ross Taylor? জানতে পড়ুন