নিজস্ব প্রতিবেদন: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders, KKR) দোলের দিনটিই বেছে নিল ফ্যানদের বিশেষ উপহার দেওয়ার জন্য। শাহরুখ খানের (Shah Rukh Khan) আইপিএল ফ্র্যাঞ্চাইজি শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করল আইপিএলের (IPL 2022) নয়া জার্সির। বেগুনি-সোনালির রঙের চেনা জার্সির পিছনে বড় হরফে জ্বলজ্বল করছে 'করব...লড়ব...জিতব...' (Korbo Lorbo Jeetbo)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেকেআরের নয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) জার্সির উদ্বোধন করেন। কেকেআরের জার্সি প্রকাশের ভিডিও-তে বলেন, "জার্সির সুতোগুলো প্যাশন দিয়ে বোনা হয়েছে। যারা এটা গায়ে চাপাবে তাদেরও ঠিক একই প্যাশন কাজ করবে। ভিতরে জয়ের অগ্নিশিখাটা জ্বলছে। আমরা নতুন চ্যালেঞ্জ নিয়ে জিতব, যেভাবে হৃদয় জিতেছি। এটা নাইটদের ইউনিফর্ম। যারা খেলা বদলে দেব। এখন জ্বলে ওঠার সময়। এটাই অস্ত্র। তৈরি আছে কেকেআর।"






এবারের আইপিএল-এ গ্রুপ পর্যায়ে মোট ১৪টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রথম খেলা ২৬ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ৩০ মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন শ্রেয়স আইয়ারের দল। ১ এপ্রিল ওয়াংখেড়েতে খেলা পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৬ এপ্রিল পুণের এমসিএ স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কলকাতা। ১০ এপ্রিল ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতার খেলা ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৫ এপ্রিল সেই মাঠেই নাইটদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ তারিখ ব্রেবোর্নেই রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে নামবে কেকেআর।  


আরও পড়ুন: Joe Root: রুটের ব্যাটে রেকর্ড বন্যা! ব্রিটিশ ক্যাপ্টেন যা করলেন তা আর কেউ করেননি


আরও পড়ুন:  Sachin Tendulkar: 'ভারতে তোমাকে জ্যান্ত জ্বালিয়ে দেবে'! কেন সচিন বলেছিলেন আখতারকে?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)