নিজস্ব প্রতিবেদন: গতবছরের হতশ্রী আইপিএল (IPL 2021) পারফরম্যান্স কোনও প্রভাবই ফেলল না তাঁর বাজার দরে! আসন্ন ক্রোড়পতি লিগে (IPL 2022) তিনি বিক্রি হলেন বিরাট দামেই। আইপিএল নিলামে (IPL Auction 2022) নিকোলাস পুরানকে (Nicholas Pooran) ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আইপিএল নিলামে এত টাকায় বিক্রি হওয়ার আনন্দে পুরান জাতীয় দলের সতীর্থদের পিৎজা পার্টি দেন। কড়া বায়ো বাবল বিধি মেনে হোটেলের বাইরে পা রাখার অনুমতি নেই ক্রিকেটারদের। সেহেতু হোটেলের শেফকে দিয়েই পিৎজা বানান পুরান। মোট ১৫টি পিৎজা বানানোর অর্ডার দিয়েছিলেন তিনি। প্রতিটির দাম ১ হাজার টাকা। ১০.৭৫ কোটি পাওয়ার আনন্দে ১৫ হাজারের পিৎজা পার্টি করলেন পুরান!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Virat Kohli On Bappi Lahiri: 'সঙ্গীত ইন্ডাস্ট্রির আইকনকে হারালাম আমরা'


পিৎজা পার্টির প্রসঙ্গে পুরানদের স্থানীয় ম্যানেজার বলেন, "হোটেলে কোনও বাইরে খাবার আনানোর অনুমতি নেই। নিকোলাস পুরান হোটেলের শেফকে ১৫টি পিৎজার অর্ডার দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ দল গ্রেড ওয়ান বায়ো বাবলে রয়েছে। সব কিছু স্যানিটাইজড হতে হবে এমনকী তাপমাত্রাও বেঁধে দেওয়া আছে। প্রশিক্ষিত শেফের বানানো পিৎজা স্যানিটাইজড হওয়ার পরেই পুরানদের ঘরে যায়। পুরানই এই পিৎজার বিল মিটিয়েছেন।" ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটার ও উইকেটরক্ষক এই মুহূর্তে কায়রন পোলার্ড অ্যান্ড কোংয়ের অঙ্গ। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে তিনি কলকাতায়। আহমেদাবাদে ওয়ানডে সিরিজও খেলেছিলেন পুরান। তবে বলার মতো কিছুই করেননি তিনি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)