নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (Indian Premier League, IPL 2022) প্রথম তিন ম্যাচই হেরে বসে আছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)! শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Maharashtra Cricket Association (MCA) Stadium) তারা চতুর্থ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore, RCB) মুখোমুখি হয়েছে। এদিন দলগঠনে মুম্বই এমনই বড় চমক রেখেছে যে, তা আইপিএলে ইতিহাস হয়ে গেল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই গত ম্যাচে ড্যানিয়েল স্যামসকে (Daniel Sams) খেলিয়ে বিরাট ভুগেছিল। অজি পেসার এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন। স্যামসের পাশাপাশি মুম্বই ইংরেজ পেসার টাইমাল মিলসকেও ( Tymal Mills) বসিয়ে দিয়েছে। এই দুই বিদেশির বদলে দলে এসেছেন দুই ভারতীয়- ব্যাটার রমণদীপ সিং ( Ramandeep Singh) ও বোলার জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। এদিন দলে মাত্র দুই বিদেশি ক্রিকেটার রয়েছে- দক্ষিণ আফ্রিকা ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ও ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড (Kieron Pollard)।



আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এই প্রথম মুম্বই তাদের প্রথম একাদশে মাত্র দুই বিদেশিকে রাখল। ইতিহাস বলছে মুম্বই ক্রোড়পতি লিগের তৃতীয় দল হিসাবে মাত্র দুই বিদেশিকে নিয়ে কোনও ম্যাচের দল সাজাল! এর আগে ২০১১ সালে কেকেআর বনাম সিএসকে ম্যাচে কলকাতা জ্যাক কালিস ও অইন মর্গ্যানকে নিয়ে দল করেছিল। চলতি বছর দিল্লি ক্যাপিটালস মুম্বইয়ের বিরুদ্ধে টিম সেইফার্ট ও রোভম্যান পাওয়েলকে নিয়ে দল করেছিল।


আরও পড়ুন: Glenn Maxwell: ম্যাক্সওয়েল যেন শিকারি পাখি! অসামান্য রানআউট করে তাক লাগালেন-Watch


আরও পড়ুনShubman Gill: শুভমান গিলের মধ্যে বিরাট কোহলিকে দেখছেন রবি শাস্ত্রী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)