নিজস্ব প্রতিবেদন: আসন্ন আইপিএলের (IPL 2022) আগে হেয়ারস্টাইল বদলে ফেললেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ভরসামান মিডল অর্ডার ব্যাটার নীতীশ রানা (Nitish Rana)। কেকেআরের (KKR) জার্সির দুই প্রধান রঙে চুল রাঙালেন রানা। বেগুনি ও সোনালী রঙের স্ট্রিকস করালেন রানা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএল নিলামের আগে রানাকে ছেড়ে দিয়েছিল কেকেআর। কিন্তু নিলামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) সঙ্গে শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি লড়াই করে রানাকে ঘরে ফেরায় ৮ কোটি টাকায়। রানার নতুন চুলের ছাঁটের ছবি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে কেকেআর।



বাঁ-হাতি ব্যাটার রানা গত মরশুমে কেকেআরের হয়ে শুরুটা ভাল করেছিলেন। কিন্তু মাঝ পথে কোথাও যেন হারিয়ে ফেলেন ছন্দ। ১৬ ম্যাচে ৩৮৩ রান করেছিলেন তিনি। রানার গড় ছিল ২৯.৪৬। জোড়া হাফ-সেঞ্চুরি করেন রানা। এখনও পর্যন্ত আইপিএলে ৭৭টি ম্য়াচ খেলেছেন ২৮ বছরের দিল্লির ক্রিকেটার। ২৮.৪-এর গড়ে তাঁর ঝুলিতে আছে ১৮২০ রান। রানার স্ট্রাইক রেট ১৩২.৫।  


এবারের আইপিএলের গ্রুপ পর্বে কেকেআর খেলবে মোট ১৪টি ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্য়াম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স কেকেআর। আগামী ২৬ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা। 


দেখে নিন গ্রুপ পর্বে কেকেআরের (KKR) ১৪টি ম্যাচের সূচি


২৬ মার্চ: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (KKR VS CSK) (ওয়াংখেড়ে স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৩০ মার্চ : কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (KKR VS RCB) (ডিওয়াই পাটিল স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস (KKR VS PBKS) (ওয়াংখেড়ে স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৬ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (KKR VS MI) (এমসিএ স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১০ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (KKR VS DC) (ব্র্যাবোর্ন স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৫ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (KKR VS SRH) (ব্র্যাবোর্ন স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৮ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (KKR VS RR) (ব্র্যাবোর্ন স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২৩ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স (KKR VS GT) (ডিওয়াই পাটিল স্টেডিয়াম, বিকেল ৩টে ৩০মিনিট)
২৮ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (KKR VS DC) (ওয়াংখেড়ে স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (KKR VS RR) (ওয়াংখেড়ে স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৭ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (KKR VS LSG) (এমসিএ স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৯ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (KKR VS MI) (ডিওয়াই পাতিল স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৪ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (KKR VS SRH) (এমসিএ স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৮ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (KKR VS LSG) (ডিওয়াই পাটিল স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)


আরও পড়ুন: IND vs SL, Rohit Sharma: নবম ভারতীয় হিসাবে অনন্য নজির গড়তে চলেছেন রোহিত


আরও পড়ুনAUSvsPAK: করাচিতে টেস্ট অভিষেক ঘটাতে চলেছেন আর এক 'শেন ওয়ার্ন' Mitchell Swepson


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)