নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2022) অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে টুর্নামেন্টের অভিষেককারী দল গুজরাত টাইটান্স (Gujarat Titans)।  গত শনিবার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) অ্যান্ড কোং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মুখোমুখি হয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরসিবিকে (RCB) অনায়াসে ৬ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান বজায় রেখেছে গুজরাত (GT)। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) থেকে চার পয়েন্টে এগিয়ে থাকল। আর এই জয়ের সঙ্গেই আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি ইতিহাস লিখল আইপিএলে। অতীতে রাজস্থান রয়্যালস ২০০৮ সালে ও গুজরাত লায়ন্স ২০১৬ সালে প্রথম ৭ ম্যাচ খেলার পর ৬ ম্যাচ জিতেছিল।



২০০৮ সালে আইপিএলের জন্ম। বিগত ১৫ বছরে এই প্রথম কোনও দল হিসাবে গুজরাত টাইটান্স প্রথম ৯ ম্য়াচের মধ্যে ৮ ম্যাচই জিতল। এমনটা কখনও পারেনি মুম্বই ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিংসের মতো হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজিও। গুজরাতের আটটি জয়ের মধ্যে পাঁচটি জয় এসেছে রান তাড়া করতে নেমে। অদ্ভুত ভাবে এই পাঁচ ম্যাচেই গুজরাত জয় ছিনিয়ে এনেছে ২০ নম্বর ওভারে। এমন নজির শুধু চেন্নাইয়ের (২০১৮) ও রাজস্থানের (২০১৯) আছে।


সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও  বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) আইপিএল-এ (IPL) যুক্ত হওয়ায় এবারের টুর্নামেন্ট হচ্ছে ১০ দলের। নবম দল হিসেবে ক্রোড়পতি লিগ খেলার জন্য আরপিএসজি সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকা লগ্নি করেছে। গোয়েঙ্কার টিমের নাম হয়েছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants, LSG)। দশম দল হিসেবে প্রায় ৫২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে সিভিসি ক্যাপিটাল। সেই দলের নাম হয়েছে  গুজরাট টাইটান্স। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের হয়ে প্রতিনিধিত্ব করবে।


আরও পড়ুন: WATCH, Mohammed Shami: কোহলির সঙ্গে এমন আচরণে হৃদয় ছুঁয়ে নিলেন শামি


আরও পড়ুনVirat Kohli: অবশেষে কোহলির ব্যাটে রান! বড় কথা বলে দিলেন সুনীল গাভাসকর
 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)