নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগে সুনীল গাভাস্কর (Sunil Gavaskar) বলেছিলেন যে, প্রীতি জিন্টার (Preity Zinta) পঞ্জাব কিংসে (Punjab Kings) কখনও প্রতিভার সুবিচার হয়নি। ফের একবার কিংবদন্তি ক্রিকেটার খোঁচা দিলেন ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) অ্যান্ড কোংকে। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার এবার বলছেন যে, পঞ্জাবে কোনও 'ইমপ্যাক্ট প্লেয়ার' নেই! অর্থাৎ যে ক্রিকেটার ম্যাচে প্রভাব ফেলতে পারে। ময়াঙ্কদের ট্রফি জয় নিয়েও সন্দিহান ব্যাটিং মায়েস্ত্রো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, "পঞ্জাব কিংস এমন একটা দল, যারা এখনও আইপিএল জেতেনি। এবার এই টিমে কোনও ইমপ্যাক্ট প্লেয়ার নেই। অন্যদিক থেকে ভাবলে এটা ওদের ক্ষেত্রে সুবিধার। কারণ যত কম প্রত্যাশা থাকবে, তত কম চাপও থাকবে। চাপ কম থাকলে ক্রিকেটারদের খেলার প্রতি দৃষ্টিভঙ্গি অনেক উন্মুক্ত থাকবে। এই প্রেক্ষিতে মনে হয়, পঞ্জাব অনেককে চমকে দিতে পারে! তবে যদি ট্রফি জয়ের কথা বলা হয়, তাহলে বলব আমার রীতিমতো সন্দেহ আছে। এটা টি-২০ ফরম্যাট। ধারাবাহিক ভাবে জেতার রাস্তায় থাকতে হবে।"


পঞ্জাব এবার ময়ঙ্ক (১২ কোটি টাকা) ও অর্শদীপ সিংকে (৪ কোটি টাকা) রিটেন করেছিল। আইপিএল নিলামে সবচেয়ে বেশি টাকা (৭২ কোটি টাকা) ছিল তাদের পার্সে।  ফলে দুর্দান্ত সব ক্রিকেটারদের দলে নিয়েছে প্রীতির ফ্র্যাঞ্চাইজি। এসেছেন কাগিসো রাবাদা (Kagiso Rabada), জনি বেয়ারস্টো (Jonny Bairstow), লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও শাহরুখ খানকে (Shahrukh Khan)। 


আগামী ২৭ মার্চ নবি মুম্বইতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে (Royal Challengers Bangalore) পঞ্জাব আইপিএল অভিযান শুরু করছে। বিগত ১৫ মরশুমে ২০০৮ ও ২০১৪ সালে মাত্র দু'বার প্লে-অফে গিয়েছিল পঞ্জাব। সপ্তম মরশুমে তারা রানার্স হয়। ২০১৪ থেকে পঞ্জাব আর প্লে-অফের মুখ দেখেনি। এবার দেখার তাদের ভাগ্যের চাকা ঘোরে কিনা!


আরও পড়ুন: Shaheen Afridi ছিটকে দিলেন David Warner-এর স্টাম্প! এরপর হৃদয় ছুঁয়ে নিলেন পাক পেসার-WATCH


আরও পড়ুনIPL 2022, Rohit Sharma: 'পকেট ডিনামাইট' নিয়ে ওপেনিংয়ে বিস্ফোরণের ছক কষছেন 'হিটম্যান'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)