নিজস্ব প্রতিবেদন: তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) আরও উপরে যাওয়ার লক্ষ্যে রয়েছে। অন্যদিকে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অবস্থা বেশ খারাপ। লিগ টেবিলের একেবারে তলানিতে রয়েছে মহেন্দ্র সিং ধোনি (Mahedendra Singh Dhoni), রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সিএসকে। তবুও মঙ্গলবার চলতি আইপিএল-এর (IPL 2022) প্রথম দক্ষিণী ডার্বি নিয়ে উৎসাহ তুঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডিওয়াই পাটিল স্টেডিয়ামের বাইশ গজে পুরানো দলের বিরুদ্ধে জেতার লক্ষ্য নিয়ে নামবেন ফাফ ডু প্লেসিস (Faf du Plessis)। তবে ব্যাট-বলের যুদ্ধের আগে দুই দলের মধ্যে দেখা গেল পুনর্মিলন। বিরাট কোহলি (Virat Kohli) থেকে ধোনি, ফাফ থেকে সিএসকে-এর হেড কোচ স্টেফান ফ্লেমিং (Stephen Fleming) একে অন্যের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন। উঠে এলে এক অন্য মজার ছবি। দুই দলের তরফ থেকেই সেই ভিডিও টুইটারে পোস্ট করা হল।   




বিরাট চেন্নাইয়ের ভারতীয় দলের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করলেন। ধোনি ও জাদেজাদের সঙ্গে তাঁকে আড্ডা দিতে দেখা গেল। তবে সবচেয়ে বেশি আলোচনা হল ফাফ ডু প্লেসিসকে নিয়ে। ফাফ-কে দেখার পরেই তাঁকে দৌড়ে জড়িয়ে ধরেন ফ্লেমিং। এরপর একে একে সবার সঙ্গে দেখা করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। অনুশীলনের ফাঁকে অনেকটা সময় পুরানো দনের সতীর্থদের সঙ্গে আড্ডা দেন ফাফ।  




গত বছর সিএসকে-এর চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন ফাফ। তবে তাঁকে ধরে রাখেনি ধোনির দল। ফলে তাঁকে ৭ কোটি টাকায় দলে নিয়েছে আরসিবি। বিরাট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ফাফ-এর নেতৃত্বে এগিয়ে চলেছে আরসিবি। 


আরও পড়ুন: Wriddhiman Saha vs Journalist: ঋদ্ধি বনাম সাংবাদিক বিতর্কের রায় কবে জানাবে BCCI? জেনে নিন


আরও পড়ুন: Controversy, IPL 2022: সতীর্থ Mohammed Shami-কে গালাগালি দিয়ে ফের একবার বিতর্কে জড়ালেন Hardik Pandya, ভিডিও ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)