নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2022) ৬২ নম্বর ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে এমএস ধোনি ও হার্দিক পাণ্ডিয়াদের (CSK VS GT) লড়াই ছিল এক দলের কাছে নিয়মরক্ষার, অন্য় দলের কাছে নিজেদের আধিপত্য বিস্তারের। ইতিমধ্যে আইপিল প্লেঅফ থেকে ছিটকে যাওয়া চেন্নাই সাত উইকেটে হারল গুজরাতের কাছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সদ্যপ্রয়াত অজি তারকা অ্যান্ড্রু সাইমন্ডসকে (Andrew Symonds) শ্রদ্ধা জানাতে এদিন ওয়াংখেড়েতে ধোনি-পাণ্ডিয়ারা হাতে কালো ব্যান্ড বেঁধে খেললেন। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে চেন্নাই। হলুদ জার্সিধারীদের হয়ে ব্যাট হাতে রান পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড় (৪৯ বলে ৫৩), মইন আলি (১৭ বলে ২১) ও নারায়ণ জগদীশন (৩৩ বলে অপরাজিত ৩৯)। গুজরাতের হয়ে দুই উইকেট নিয়েছেন মহম্মদ শামি। একটি করে উইকেট পান রশিদ খান, আলজারি জোসেফ ও রবিশ্রীনিবাসন সাই কিশোর। ১৩৩ রান তাড়া করতে গুজরাত যে হেসে খেলে জিতবে, এমনটাই ছিল ভবিতব্য। আর সেটাই ঘটল। ৫ বল বাকি থাকতেই গুজরাত ম্যাচ বার করে নেয় অনায়াসে। 


এদিন ওপেন করতে নেমে ঋদ্ধিমান সাহা অপরাজিত ৫৭ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। বঙ্গজ উইকেটকিপার-ব্যাটার আটটি চার ও একটি ছয় মারেন। ঋদ্ধিকে সঙ্গ দিতে আসা অপর ওপেনার শুভমান গিল ১৭ বলে ১৮ করে ফিরে যান। তখন গুজরাতের স্কোর ৫৯ রান। এরপর ম্যাথিউ ওয়েড (১৫ বলে ২০), হার্দিক পাণ্ডিয়া (৬ বলে ৭) ও ডেভিড মিলার (২০ বলে অপরাজিত ১৫) এসে গুজরাতের জয় নিশ্চিত করেন। ১৩ ম্য়াচে ২০ পয়েন্ট নিয়ে গুজরাত শীর্ষস্থানেই থাকল। এর সঙ্গে বাড়িয়ে নিল নেট রান রেট (+০.৩৯১)। দুয়ে থাকা লখনউ সুপার জায়েন্টস ১২ ম্য়াচ শেষে ১৬ পয়েন্টে রয়েছে। গুজরাতের সঙ্গে চার পয়েন্টের ফারাক। এই ম্যাচেই হয়ে গেল অনন্য আইপিএল রেকর্ড। বিগত ১৪ বছরের ইতিহাসে ক্রোড়পতি লিগ দেখল সর্বাধিক ছক্কা। এখনও পর্যন্ত চলতি আইপিএল দেখে নিয়েছে ৮৭৩টি ছয়। ভেঙে গেল ২০১৮ সালের রেকর্ড। সেই বছর আইপিএল দেখেছিল ৮৭২টি ছয়।  


আরও পড়ুন: Thomas Cup 2022: 'জন গণ মন' জাতীয় সঙ্গীত, চোখের জলে ইতিহাস উদযাপন করল Team India


আরও পড়ুনAndrew Symonds Death: সাইমন্ডস শ্রদ্ধায় ধোনি-পাণ্ডিয়ারা হাতে কালো ব্যান্ড বেঁধে খেলছেন!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)