নিজস্ব প্রতিবেদন: দু’জনেই আর অধিনায়ক নন। নিজের নিজের দলের সিনিয়র ক্রিকেটার। একজন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আর একজন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে সবসময় আদর্শ বলে মনে করেন 'কিং কোহলি'। এহেন 'ক্যাপ্টেন কুল'কে দেখা মাত্রই তাঁর কাছে হেঁটে গেলেন বিরাট। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সদ্য প্রাক্তন অধিনায়ককে জড়িয়ে ধরলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) প্রাক্তন অধিনায়ক।  



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুশীলন করছিল সিএসকে (CSK) ও আরসিবি (RCB)। সেখানে দেখা যায় মাঠে নেমে চেন্নাইয়ের নেটের দিকে এগিয়ে যাচ্ছেন বিরাট। তাঁকে এগিয়ে আসতে দেখে তাঁর দিকে এগিয়ে যান ধোনিও। প্রথমে হাত মেলান তাঁরা। এরপর প্রিয় নেতা ধোনিকে জড়িয়ে ধরেন বিরাট। বেশ কিছু ক্ষণ ধোনিকে জড়িয়ে ধরে রাখেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল। 



বৃহস্পতিবার ধোনি চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়ার পরে টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান বিরাট। এ বার সামনেই দেখা হয়ে গেল দু’জনের। ধোনি ও বিরাটের ছবি টুইটারে পোস্ট করেছে আরসিবি। 


আরও পড়ুন: IPL 2022, KKRvsCSK : সম্ভবত তিন স্পিনার, ছবিতে দেখুন কেমন হতে পারে Kolkata Knight Riders-এর প্রথম একাদশ


আরও পড়ুন: IPL 2022, KKRvsCSK: CSK-এর বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ? মুখ খুললেন KKR-এর কোচ Brendon McCullum


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)