Sanju Samson: আম্পায়ার দিলেন ওয়াইড, ডিআরএস নিয়ে প্রতিবাদ স্যামসনের -WATCH
এই ম্যাচে ফের একবার স্ক্যানারের নীচে এসেছে আইপিএলের হতশ্রী আম্পায়ারিং। আম্পায়ার নীতিন পণ্ডিত একাধিক ওয়াইড দেন। যা নিঃসন্দেহে বিতর্কিত।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের ৪৭ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals,RR) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders, KKR)। গত সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে (Wankhede Stadium, Mumbai) পাঁচ বল হাতে রেখেই অনায়াসে সাত উইকেটে এই ম্যাচ জিতে নেয় কেকেআর। সৌজন্যে রিঙ্কু সিং (Rinku Singh) (২৩ বলে অপরাজিত ৪২) ও নীতীশ রানা (Nitish Rana) (৩৭ বলে অপরাজিত ৪৮)।
কিন্তু এই ম্যাচে ফের একবার স্ক্যানারের নীচে এসেছে আইপিএলের হতশ্রী আম্পায়ারিং। রাজস্থানের ১৫২ রান তাড়া করতে নেমেছিল কলকাতা। ১৯ নম্বর ওভারে বল করতে এসেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু আম্পায়ার নীতিন পণ্ডিত একাধিক ওয়াইড দেন। যা নিঃসন্দেহে বিতর্কিত। তেমনই একটি ওয়াইডের সিদ্ধান্তে মেজাজ হারান রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। স্যামসন এতটাই রেগে যান যে, তিনি ওয়াইডের প্রতিবাদে বেছে নেন আম্পায়ারকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত। নিয়ে নেন ডিআরএস! এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। নেটিজানরা আম্পায়ার নীতিন পণ্ডিতকে ধুয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।