নিজস্ব প্রতিবেদন: নিভৃতবাস শেষ করে মাঠে নামলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolakta Knight Riders) অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আর মাঠে নেমেই সতীর্থদের তাতিয়ে দিলেন নাইট অধিনায়ক। এ বারের আইপিএল (IPL 2022) শুরু হওয়ার আগে নিজের অভিজ্ঞতা থেকে ব্যাখ্যা দিলেন, কী ভাবে বাইরের চাপকে সামলাতে হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই বিষয়ে কেকেআর-এর তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে সতীর্থদের উদ্বুদ্ধ করে শ্রেয়স বলছেন, "খারাপ সময় আসতে পারে। আবার ভাল সময়ও আসবে। কিন্তু আমাদের সব সময়েই একে অপরের পাশে থাকতে হবে।এটাই কিন্তু দলের সাফল্যের আসল মন্ত্র।" 



তিনি আরও যোগ করেছেন, "আমরা অবশ্য একে অপরকে চেনার জন্য খুব বেশি সময় পাইনি। কিন্তু আমরা যখন তোমাদের দেখি, তখনই প্রত্যেকের মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখতে পাই। এবং তোমরা প্রত্যেকে এক এক জন ম্যাচ উইনার। আমরা নিজেরা চনমনে মেজাজে থাকব, এখন থেকেই প্রতিটি অনুশীলনে একে অপরকে চ্যালেঞ্জ জানাব। কারণ ২৬ মার্চ সিএসকে-র বিরুদ্ধে খেলতে নামার পর আমাদের মধ্যে যেন কোনও আফসোস না থাকে।" 


চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৬ মার্চ থেকে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। 


আরও পড়ুন: IPL 2022: নিন্দুকদের জবাব দিয়ে, আস্থার মূল্য দিতে চান KKR-এর Andre Russell


আরও পড়ুন: IPL 2022: ছবিতে দেখুন ক্রোড়পতি লিগে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ১০ ব্যাটারের তালিকা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)