নিজস্ব প্রতিবেদন: কয়েক বছর আগে সীমিত ওভারের খেলায় 'কুলচা' জুটি বিপক্ষের কাছে ত্রাস ছিল। বাইশ গজের যুদ্ধে স্পিনার ম্যাজিক দেখাতেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তবে গত দুই বছর এই জুটিকে টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে খেলতে দেখা যায়নি। তবে এতে তাঁদের সম্পর্কের অবনতি হয়নি। বরং বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। তাই তো চলতি আইপিএল-এ (IPL2022) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে অভিষেক ম্যাচে তিন উইকেট নিতেই বন্ধু কুলদীপকে নিয়ে উচ্ছ্বসিত চাহাল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উচ্ছ্বসিত চাহাল টুইটারে লিখেছেন, ‘কুলদীপ আগুন ঝরাল।' সেই টুইট ভাইরাল হতেই দিল্লির তরফ থেকে চাহালকে ট্যাগ করে ফের লেখা হয়, 'তাহলে ম্যাচের শেষে কুলচা রেডি রাখি? খেলার পর দেখা করা যাক'। সেটা দেখে আবার চাহালের জবাব ছিল, 'কেন নয়!' 



পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) শক্তিশালী ব্যাটিংকে একাই বুঝে নিলেন এই চায়নাম্যান স্পিনার। নিলেন ১৮ রানে ৩ উইকেট। স্বভাবতই ম্যাচের সেরা হলেন তিনি। 



৪১ রানে অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) আউট করে মুম্বইয়ের টপ অর্ডারে ধাক্কা দেন কুলদীপ যাদব। তুলে নেন অনমোলপ্রীতের উইকেটও। এমনকি ভয়ঙ্কর কায়রন পোলার্ডকেও বড় রানের ইনিংস খেলতে দেননি তিনি। 



তাই শুধু বন্ধু চাহাল নন, বীরেন্দ্র শেহওয়াগ থেকে শুরু করে হরভজন সিং এই চায়নাম্যানের প্রশংসা করলেন। 


আরও পড়ুন: IPL 2022, DCvsMI: Axar Patel, Lalit Yadav-এর দুরন্ত ব্যাট, Kuldeep-এর স্পিনে Delhi-র কাছে উড়ে গেল Mumbai


আরও পড়ুন: IPL 2022, Kuldeep Yadav: দুরন্ত কামব্যাক, ম্যাচের সেরা হয়ে কী বললেন এই চায়নাম্যান? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)