IPL 2024 Kolkata Knight Riders Squad: জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুবাইয়ে আইপিএল মিনি নিলামে (IPL Auction 2024), প্রথমে দর্শকের আসনেই বসেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আগুনে নিলামযুদ্ধে ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোংয়ের নিস্ক্রিয়তা দেখে, সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটাগরিকরা প্রশ্ন তুলেছিলেন যে, কেকেআর কী করতে গিয়েছে! তবে সময় গড়ানোর সঙ্গেই কেকেআর আড়মোড়া ভেঙে ওঠে। ধীরে ধীরে দল গোছায়। শুধু দল গোছানোই নয়, একেবারে ইতিহাস লিখে ফেলে কলকাতা। মিচেল স্টার্ককে (Mitchell Starc) ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় নেয় শাহরুখ খানের (Sharukh Khan)। অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী মহাতারকা পেসার হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নিলামে নাম দল, একজনের জন্য়ই খরচ করে ফেলেছে ২৪ কোটি টাকার উপর!এই প্রতিবেদনে রইল কেমন হল এবার শাহরুখের আর্মি? দেখে নিন চব্বিশের নাইটদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mitchell Starc | IPL Auction 2024: 'ইডেনে নামতে মুখিয়ে রয়েছি'... ২৪.৭৫ কোটির ইতিহাস লিখে ফুটছেন অজি 'আগ্নেয়াস্ত্র'!


নিলামে কেকেআর যাদের নিল:


মিচেল স্টার্ক (২৪ কোটি ৭৫ লক্ষ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ), অঙ্গকৃষ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), শেরফানে রাদারফোর্ড (১.৫ কোটি), মণীশ পাণ্ডে (৫০ লক্ষ), মুজিব উর রহমান (২ কোটি), গাস অ্য়াটকিনসন (১ কোটি) ও সাকিব হুসেইন (২০ লক্ষ)


কেকেআরের চব্বিশের স্কোয়াডের কম্পোজিশন কেমন হল:


উইকেটকিপার: কেএস ভারত ও রহমানুল্লাহ গুরবাজ
ব্য়াটার: শ্রেয়স আইয়ার, জেসন রয়, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, শেরফানে রাদারফোর্ড ও মণীশ পাণ্ডে 
অল-রাউন্ডার: আন্দ্রে রাসেল, নিতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, রমনদীপ সিং
বোলার: বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, সুযশ শর্মা,  মিচেল স্টার্কস, গাস অ্য়াটকিনসন, সাকিব হুসেইন ও মুজিব উর রহমান


আরও পড়ুন: IPL Auction 2024: জোর চর্চায় 'ডানহাতি রায়না'! নিলামে ব্যাঙ্ক ভাঙলেন ধোনিরা, কে এই সমীর রিজভি?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)