নিজস্ব প্রতিবেদন: প্রতিবারই অনেকের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় আইপিএল। গতবারের ৩০ লক্ষের ক্রিকেটার জয়দেব উনাদকাটই এবার দাম পেলেন ১১.৫ কোটি টাকা। সাফল্যের আরও এক নজির গড়েছেন কম্পাউন্ডারের সন্তান সইদ খলিল আহমেদ। পেসার সইদ খলিল আহমেদকে ৩ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরবাদ।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজস্থানের ছোট শহরের ছেলে আহমেদের বাবা কম্পাউন্ডার। ২০১৬ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। গতবার আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি পড়েছেন সইদ খলিল আহমেদ। ছোটবেলায় ছেলের ক্রিকেট খেলা নিয়ে আপত্তি ছিল বাবার। তখন আহমেদের পাশে দাঁড়ান কোচ ইমতিয়াজ আলি খান। তাঁর পরামর্শেই ছেলেকে ছাড়পত্র দেন বাবা।         


আরও পড়ুন- প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হল সন্দীপের


৩ কোটি টাকায় কী করবেন? সইদ খলিল আহমেদের কথায়,''পরিবার নিয়ে জয়পুরে চলে আসব।একটা বাড়ি কিনব।জয়পুরে অনেক ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে। ওখানে প্রশিক্ষণ নিতে সুবিধা হবে।''   



আরও পড়ুন- আইপিএলের নিলামে ভারতীয়দের মধ্যে 'দামি' উনাদকাট