নিজস্ব প্রতিবেদন: ২০ জানুয়ারি, ২০২১। আসন্ন আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলির ক্রিকেটার ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার শেষ দিন ছিল। এরপর ট্রান্সফার উইন্ডো বন্ধ হবে ৪ ফেব্রুয়ারি। তারপরেই হবে আইপিএলের মিনি নিলাম। ১১ ফেব্রুয়ারি এবারের আইপিএলের মিনি নিলাম হতে পারে বলে আগে জানা গিয়েছিল। কিন্তু বোর্ডের এক আধিকারিক জানাচ্ছেন, ১৮ ফেব্রুয়ারি হতে পারে ২০২১ সালের আইপিএল-এর নিলাম।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতেই ২০২১ সালের আইপিএল আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। বোর্ডের এক কর্তার মতে, ১৮ ফেব্রুয়ারি হবে আইপিএল-এর নিলাম। ক্রিকেটার বিকিকিনির আসর বসবে চেন্নাইয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে দুটি টেস্টের পরেই আইপিএল নিলামের আসর বসতে চলেছে। যদিও বোর্ড সূত্রে এখনও নিশ্চিত করা হয়নি।   


আরও পড়ুন- কিংবদন্তি McGrath'র রেকর্ড ভেঙে ভারতে আসছেন James Anderson


১৭ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শেষ হবে। তারপরের দিনই নিলামের আসর বসতে পারে বলে সূত্রের খবর। তবে এখন ক্রিকেটারদের দলবদল কিন্তু জমে উঠেছে। তবে নিলামে স্টিভ স্মিথ, ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চদের নিয়ে দর কষাকষির সম্ভাবনা বেশি। ফলে ইংল্যান্ড সিরিজের মাঝেই জমে উঠতে পারে আইপিএল-এর মিনি নিলাম।


আরও পড়ুন- Australian Open 2021: ছোট্ট মেয়েই এখন কোর্টে সেরেনার নতুন সঙ্গী, দেখুন ভিডিয়ো