নিজস্ব প্রতিবেদন : কলকাতায় প্রথমবার বসেছে আইপিএল নিলামের আসর। ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি ও তিন জন আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার মিলিয়ে মোট ৩৩২ জনের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু পরে সংখ্যা বাড়িয়ে করা হয় ৩৩৮ জন। তবে এর মধ্যে ৭৩ জন ক্রিকেটারকে আজ দলে নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ইতিমধ্যে দল পেয়ে গিয়েছেন একাধিক ক্রিকেটার-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  রো'হিট' ঝড়ে সিরিজে সমতা ফেরাল ভারত, দ্বিতীয় হ্যাটট্রিক কুলদীপের


কলকাতা: ইয়ন মরগান (৫ কোটি ২৫ লাখ), প্যাট কামিন্স (১৫ কোটি ৫০ লাখ)
রাজস্থান: রবিন উথাপ্পা (৩ কোটি)
মুম্বই: ক্রিস লিন (২ কোটি)
দিল্লি: জেসন রয় (১ কোটি ৫০ লাখ)
বেঙ্গালুরু: অ্যারন ফিঞ্চ (৪ কোটি ৪০ লাখ)
চেতেশ্বর পুজারা ও হনুমা বিহারী দল পেলেন না।


চেন্নাই : স্যাম কুরান (৫ কোটি ৫০ লাখ)


পাঞ্জাব: গ্লেন ম্যাক্সওয়েল (১০ কোটি ৭৫ লাখ)। দু কোটি টাকা বেস প্রাইজ ছিল ম্যাক্সির। দিল্লি ও পাঞ্জাব তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল। শেষমেশ বাজি জিতে নেয় পাঞ্জাব। এর আগেও পাঞ্জাবের হয়ে খেলেছেন ম্যাক্সওয়েল। গতবার অবশ্য ম্যাক্সওয়েল আইপিএলে খেলেননি।