নিজস্ব প্রতিবেদন: আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ভারত। আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে জোড়া টি-২০ ম্যাচ। মালাহাইড ক্রিকেট ক্লাব যা দ্য ভিলেজ নামেই পরিচিত। এই মাঠেই হবে খেলা। ভারতীয় দলকে আয়ারল্যান্ডে পরীক্ষায় পড়তে হবে বলেই মনে করছেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রিউ বালবার্নি (Andrew Balbirnie)। পাশাপাশি আইরিশ ক্যাপ্টেন বলছেন যে, তাঁর দেশের ক্রিকেটাররা আইপিএল খেলার স্বপ্ন দেখেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ভারতীয় দলে টি-২০ ফরম্যাটে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। ওদের একটা দল ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলবে। আবার একটা দল আয়ারল্যান্ডে আসছে। ওদের সকলকে কিন্তু মোহিত করতে হবে। দলে অনেক প্লেয়ার রয়েছে, যারা পূর্ণ শক্তির ভারতীয় টি-২০  দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে। ফলে ওরা চাপে থাকবে।" ৩১ বছরের মি়ডল অর্ডার ব্য়াটার বলছেন, তাঁদের দেশের ক্রিকেটারদের চোখে আইপিএল খেলার স্বপ্ন! বালবার্নির সংযোজন, "আমাদের বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা টি-২০ ফর্ম্যাটে ভাল। আমরা জানি আইপিএলে খেলাটা কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক। আমাদের সকলেরই এটা বিরাট লক্ষ্য। টি-২০ ক্রিকেটের শীর্ষে আইপিএল। আমরা দেখেছি আইপিএল খেলার পর কত দ্রুত প্লেয়াররা উন্নতি করে। আমাদের ক্রিকেটাররা আইপিএল বাদে বিভিন্ন লিগে খেলে। ওরাও আইপিএল খেলে ফেরার পর অনেক অভিজ্ঞতা অর্জন করবে ও শিখবে।"
 
আয়ারল্যান্ড সিরিজে ডান হাতি ব্যাটার রাহুল ত্রিপাঠী সুযোগ পেয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ফিফটিনে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। উমরান মালির ও অর্শদীপ সিং, প্রোটিয়াদের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। এই সিরিজে তাঁরা রয়েছেন দলে। জাতীয় দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনও। 


ভারতের দল: হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।


আয়ারল্যান্ড দল: অ্য়ান্ড্রিউ ব্যালবিরনি (অধিনায়ক), মার্ক আদায়ার, কার্টিস ক্য়াম্ফার, গ্য়ারেথ ডিলানি, জর্ড ডকরেল, স্টিফেন ডোনি, জোশ লিটল, অ্য়ান্ড্রিউ ম্যাকব্রিন, ব্যাকি ম্যাককার্থি, কোনর অলফার্ট, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরক্যান টাকার, ক্রেগ ইয়ং।


আরও পড়ুন: Ian Bishop: প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৮১! এই ভারতীয় ক্রিকেটারেই মজে কিংবদন্তি বিশপ


আরও পড়ুন: India vs Leicester: চেতেশ্বর পূজারাকে বোল্ড করে তাঁর ঘাড়ে উঠে পড়লেন মহম্মদ শামি, ভিডিও ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)