India vs Leicester: চেতেশ্বর পূজারাকে বোল্ড করে তাঁর ঘাড়ে উঠে পড়লেন মহম্মদ শামি, ভিডিও ভাইরাল
লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই ২৪৬ রানে ৮ উইকেটের মাথায় প্রথম ইনিংসের ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা। নিজেদের বোলিং শক্তিকে পরখ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট তবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হল না লেস্টারশায়ারের। ১৪ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় লেস্টারশায়ার।
![India vs Leicester: চেতেশ্বর পূজারাকে বোল্ড করে তাঁর ঘাড়ে উঠে পড়লেন মহম্মদ শামি, ভিডিও ভাইরাল India vs Leicester: চেতেশ্বর পূজারাকে বোল্ড করে তাঁর ঘাড়ে উঠে পড়লেন মহম্মদ শামি, ভিডিও ভাইরাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/24/379947-shamipujara.jpg)
নিজস্ব প্রতিবেদন: প্রায় তিন মাস ইংল্যান্ডে (England) রয়েছেন। সাসেক্সের (Sussex) জার্সি গায়ে চাপিয়ে পাঁচ ম্যাচের আট ইনিংসে তাঁর রান ৭২০ রান করেছিলেন। গড় ১২০। সর্বোচ্চ ডার্বিশায়ারের (Derbyshire) বিরুদ্ধে অপরাজিত ২০৩ রান। তবে লেস্টারশায়ারের (Leicester) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি যে খালি হাতে ফিরবেন, সেটা চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) স্বপ্নেও ভাবতে পারেননি।
মাত্র ৬ বল খেলে খালি হাতেই ফিরলেন পূজারা। তাও আবার তাঁর টিম ইন্ডিয়ার (Team India) সতীর্থ মহম্মদ শামির (Mohammed Shami) দুরন্ত অফ কাটারে বোল্ড হলেন তিনি। আর পূজারার স্টাম্প উপড়ে দিতেই তাঁর ঘাড়ে উঠে পড়লেন 'সহেসপুর এক্সপ্রেস'। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গেল।
— Leicestershire Foxes (@leicsccc) June 24, 2022
খেলার দ্বিতীয় দিন পূজারাকে শূন্য রানে আউট করেন শামি। ইনিংসের ৮.২ ওভারে শামির শিকার হন পূজারা। খাতা না খুলেই সাজঘরে ফিরে যান তিনি। শামির ভেতরে আসা ডেলিভারিকে ডিফেন্স করতে গেলে ব্যাটের কানায় লেগে তাঁর উইকেট ভেঙে যায়। নিজের দলের সতীর্থকে আউট করেই অভিনব সেলিব্রেশন করেন শামি। আউট করে দৌড়ে যান পূজারার দিকে। সেখানে গিয়ে সতীর্থের ঘাড়ের উপর উঠে পড়েন শামি। এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এ দিকে লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই ২৪৬ রানে ৮ উইকেটের মাথায় প্রথম ইনিংসের ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা। নিজেদের বোলিং শক্তিকে পরখ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট তবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হল না লেস্টারশায়ারের। ১৪ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় লেস্টারশায়ার।
লেস্টারশায়ারের অধিনায়ক স্যাম ইভান্সকে সাজঘরে ফিরিয়ে প্রথম ধাক্কা দিলেন শামি। এরপরেই লেস্টারশায়ারের হয়ে মাঠে নামেন পূজারা। ভারতের এই ব্যাটারকে নিয়ে প্রত্যেকের অনেক আশা ছিল। কারণ কাউন্টিতে দারুণ ফর্মে ছিলেন তিনি। কিন্তু ব্যর্থ হলেন ভারতের টেস্ট ব্যাটিংয়ের মেরুদণ্ড।
আরও পড়ুন: দুই বছর পর মাঠে ফিরছেন বিরাট কোহলির নেতৃত্বে খেলা এই ব্যাটার, কে তিনি?
আরও পড়ুন: বিরাট কোহলির পর এ বার রোহিত শর্মাকে ধুয়ে দিলেন কপিল দেব