জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল সিক্সটিন (Indian Premier League, IPL 2023)। শুক্রবার সন্ধ্যায় চিপকে (MA Chidambaram Stadium, Chepauk, Chennai) মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (Chennai Super Kings vs Sunrisers Hyderabad)। চলতি লিগের ২৯ নম্বর ম্যাচে মুখোমুখি চেন্নাই-হায়দরাবাদ (CSK vs SRH)। দেশের ১২টি শহরে ১০টি ফ্র্যাঞ্চাইজি সাতটি হোম ও সাতটি করে অ্যাওয়ে ম্যাচ খেলবে। লিগ পর্যায়ে ৭০টি ম্যাচের (এর মধ্যে রয়েছে ১৮টি ডাবল হেডার, অর্থাৎ একদিনে জোড়া ম্যাচ) সূচি আগেই ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই (BCCI)। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল সিক্সটিনের প্লেঅফ ও ফাইনালের (IPL 2023 Playoffs and Final) দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করে দিল। চেন্নাইয়ে দুটি ও আহমেদাবাদে রয়েছে দু'টি করে ম্যাচ। চেন্নাইয়ের ভেন্যু- এমএ চিদম্বরম স্টেডিয়াম (M. A. Chidambaram Stadium) ও আহমেদাবাদের ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএল ২০২৩-এর প্লেঅফ ও ফাইনালের সূচি


২৩ মে- কোয়ালিফায়ার ১; টিম ১ বনাম টিম ২, চেন্নাই
২৪ মে- এলিমিনেটর; টিম ৩ বনাম টিম ৪, চেন্নাই
২৬ মে- কোয়ালিফায়ার-২; এলিমিনেটরের জয়ী বনাম কোয়ালিফায়ার একের পরাজিত দল
২৮ মে- ফাইনাল; কোয়ালিফায়ার একের জয়ী দল বনাম কোয়ালিফায়ার দুইয়ের জয়ী দল



আরও পড়ুন: WATCH | IPL 2023: দাদা ঝড় তুলেছেন আইপিএলে! সুন্দরী বোন কাঁপাচ্ছেন ইনস্টা, হাজার হাজার ফলোয়ার্স


আহমেদাবাদ (Ahmedabad), মোহালি (Mohali), লখনউ (Lucknow), হায়দরাবাদ (Hyderabad), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), নয়াদিল্লি (Delhi), কলকাতা (Kolkata), জয়পুর (Jaipur), মুম্বই (Mumbai), গুয়াহাটি (Guwahati) ও ধরমশালায় (Dharamsala) খেলা হচ্ছে। এবার গ্রুপ এ-তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI), রাজস্থান রয়্যালস (RR), কলকাতা নাইট রাইডার্স (KKR), দিল্লি ক্যাপিটালস (DC) ও লখনউ সুপারজায়ান্টস (LSG)। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK), পঞ্জাব কিংস (PBKS), সানরাইজার্স হায়দরবাদা (SRH), রয়্যাল চ্যালেঞ্জার্ল ব্যাঙ্গালোর (RC) ও গুজরাত টাইটান্স (GT)। ২৮ মে হবে আইপিএল ফাইনাল।


বিসিসিআই ই-নিলামের মাধ্যমে ২০২৩-২৭ সালের মিডিয়া রাইটস বিক্রি করেছিল। : ৪১০ ম্যাচের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ৪৪,০৭৫ কোটি টাকায়! ভারতীয় মহাদেশে আইপিএল মিডিয়া রাইটস (টিভি ও ডিজিটাল মিলিয়ে) বিক্রি হল ২০১৭ সালে স্টারের দেওয়া প্রায় দ্বিগুণ দামে। সেই সময় প্রতি ম্য়াচের দাম ছিল ৫৪.৫ কোটি টাকা। এবার থেকে প্রতি ম্যাচের দাম দাঁড়াল ১০৫. ৫ কোটি টাকা! ভারতীয় উপমহাদেশে টিভি স্বত্ব বিক্রি হল ২৩ হাজার ৫৭৫ কোটি টাকায়। পাঁচ বছরের জন্য ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে ২০ হাজার ৫০০ কোটি টাকায়। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। তারা ৪১০টি ম্যাচের জন্য ৪৪ হাজার ০৭৫ কোটি টাকায় দু'টি পৃথক সম্প্রচারকারী সংস্থাকে মিডিয়া স্বত্ব বিক্রি করেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)