জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল সিক্সটিনের (IPL Auction 2023) নিলাম টেবিলে চমকে দিয়েছিল চেন্নাই সুপার কিংস ( Chennai Super Kings,  CSK)। চারবারের আইপিএল জয়ী দল ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিয়েছে ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেনকে। ক্রোড়পতি লিগ খেলতে স্টোকস চলে এসেছেন ভারতে। মিশন আইপিএল। শুরু করে দিয়েছেন অনুশীলনও। এমএস ধোনি (MS Dhoni) অ্যান্ড কোং ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে (M. A. Chidambaram Stadium) নৈশালোকে সারছে নিজেদের অনুশীলন। আর প্র্যাকটিসে আগুনে ফর্মে আছেন স্টোকসি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বল পাঠাচ্ছেন মাঠের বাইরে! সিএসকে স্টোকসের ব্যাটিং সেশনের ভিডিয়ো পোস্ট করেছে। যা দেখে ফ্য়ানরা উদ্বেল হয়ে গিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্টোকস এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। এই নিয়ে কোনও সন্দেহ নেই। সাদা বলের ক্রিকেটে অন্য ধাতু দিতে গড়া স্টোকস। চলতি বছর তাঁর মহাকাব্যিক ব্যাটেই ইংল্যান্ড দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতে। স্টোকস বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে যে কোনও মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের রং। আইপিএলে ২৮ ম্যাচ খেলা স্টোকস করেছেন ৯২০ রান। তাঁর ঝুলিতে আছে ২৮টি উইকেট। ম্যাচ উইনার হিসাবে স্টোকসের যোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই। মনে করা হচ্ছে আসন্ন আইপিএলে ধোনির ডেপুটিও হতে পারেন আইপিএল সিক্সটিনের তৃতীয় দামি খেলোয়াড়। তবে স্টোকসকে কিন্তু পুরো মরসুম পাবে না সিএসকে। চেন্নাই যদি প্লে-অফে ওঠে, তাহলে স্টোকসকে ছাড়াই এগিয়ে যেতে হবে তাঁকে। কারণ স্টোকস ব্রিটিশ টেস্ট দলের অধিনায়ক। আগামী ১ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর রয়েছে পাঁচ টেস্টের অ্যাশেজ। ফলে স্টোকস ফিরে যাবেন দেশে।





 


 



ব্রিটিশ কোচ ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছেন যে, আইপিএল খেললে স্টোকসের বিপদের কোনও সম্ভাবনা নেই। তিনি দলের প্রিয় তারকার প্রত্যাবর্তন নিয়ে নিশ্চিত। এক সাক্ষাৎকারে ম্যাকালাম বলেছেন, আমার মনে হয় না আইপিএল খেললে স্টোকসের কোনও ঝুঁকি আছে। চেন্নাইয়ের সঙ্গে আছে ও। ওই ফ্র্যাঞ্চাইজিতে অসাধারণ মেডিকাল টিম রয়েছে। স্টোকসের দুর্দান্ত দেখভাল করবে ওরা। আমাদের ক্যাপ্টেন অত্যন্ত শক্তিশালী মানসিকতার মানুষ। ও জানে বড় মুহূর্তের আগে কী করতে হয়। ওর জীবনও সেরকম। ফলে আমি চিন্তিত নই।' এখন দেখার স্টোকস আইপিএলে কী ফুল ফোটান।



 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)