Piali Basak: মন খারাপ করে দেওয়া খবর! নিখোঁজ মাউন্ট মাকালু জয়ী পিয়ালি
অন্নপূর্ণা শৃঙ্গ জয় করার পর মাকালু শৃঙ্গ জয় করেন পিয়ালি। গত ২৭ এপ্রিল মাকালু অভিযানে যান বাঙালি পর্বতারোহী। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে মাকালুর বেস ক্যাম্পে উদ্দেশ্যে রওনা দেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মন খারাপ করে দেওয়া খবর! খুঁজে পাওয়া যাচ্ছে না পিয়ালি বসাককে (Piali Basak)। মাউন্ট মাকালু (Mount Makalu) জয়ের সুসংবাদ পৌঁছে গিয়েছিল তাঁর পরিবারের লোকজনের কাছে। তবে এরপর থেকে বাড়ছে উৎকণ্ঠা। মাকালু শৃঙ্গ জয় করার পর থেকে পিয়ালি ও তাঁর শেরপারা অসুস্থ হয়ে আটকে পড়েন। তবে পিয়ালির খোঁজে উদ্ধারকারী একটি দল পাঠানো হয়েছে ইতমধ্যে।
অন্নপূর্ণা শৃঙ্গ জয় করার পর মাকালু শৃঙ্গ জয় করেন পিয়ালি। গত ২৭ এপ্রিল মাকালু অভিযানে যান বাঙালি পর্বতারোহী। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে মাকালুর বেস ক্যাম্পে উদ্দেশ্যে রওনা দেন। ১৭ মে বুধবার সকাল সাতটা থেকে আটটা নাগাদ মাকালু, যা বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ, সেটি জয় করেন পিয়ালি। সেখানে বিনা অক্সিজেনে মাকালু পর্বত আরোহণের চেষ্টা করেছিলেন তিনি।
তবে সূত্রে খবর, মাকালু অভিযান শেষ করার পর শারীরিক ক্ষমতা ছিল না তাঁর। পিয়ালি খুব ধীরগতিতে এগোচ্ছিলেন। প্রায় ৭ হাজার ৪০০মিটার শৃঙ্গের শিখরে পৌঁছে যান। তারপরেই সেখান থেকে তিনি কোনওভাবেই নড়াচড়া করতে পারছিলেন না। তাঁর সঙ্গে আটকে পড়েন এনগাংওয়া শেরপা। দুই সহযোগীরা তাঁকে উদ্ধার করলেও পিয়ালি আসতে পারেননি। পাওনিয়ার এজেন্সি পিয়ালির পরিবারকে জানিয়েছে পরিস্থিতির কথা। যদিও পিয়ালীর এখনো কোনও খোঁজ পাওয়া যায়নি। উৎকণ্ঠায় রয়েছে পিয়ালীর পরিবার।
আরও পড়ুন: Virat Kohli: কেন ১৮ নম্বরের জার্সি গায়ে চাপান? জানিয়ে দিলেন 'কিং কোহলি'
আরও পড়ুন: Piali Basak: এভারেস্টের পর এবার মাউন্ট মাকালু জয় করলেন বঙ্গতনয়া পিয়ালি
এর আগে মাউন্ট এভারেস্ট (Mount Everest) ও লোৎসে জয় করেছিলেন পিয়ালি। এবার মাউন্ট মাকালু জয় করে মুকুটে নয়া পালক যোগ করলেন এই অভিজ্ঞ পর্বতারোহী। ১৭ মে সকালেই পিয়ালি মাউন্ট মাকালুর শৃঙ্গ স্পর্শ করেছেন। চন্দননগরের কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালি। আর পাঁচজনের মতো চেনা স্রোতে কোনওদিনই গা ভাসাননি পিয়ালি। অঙ্ক নিয়ে স্নাতক। তারপর তিনি দেখেন বন্ধুবান্ধবরা রুজিরুটির টানে ইঁদুর দৌড়ে শামিল হয়েছেন। কিন্তু সেই দৌড়ে শামিল হতে মন সায় দেয়নি পিয়ালির। কারণ, ততক্ষণে তাঁর মনের দখল নিয়েছে পাহাড়। সেই ডাকে সাড়া দিয়ে ‘হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট’-এ নাম লেখালেন পিয়ালি। এরপর আর ফিরে তাকাননি।
৯ ই মার্চ অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার লক্ষ্যেই চন্দননগরের বাড়ি থেকে বেরিয়েছিলেন বঙ্গতনয়া। ১৭ এপ্রিল সোমবার গায়ে জ্বর নিয়েই অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ অভিযান করেছিলেন তিনি। কিন্তু পরে তিনি জানতে পারেন, বাবা অসুস্থ, পিয়ালি ফিরে আসেন বাড়িতে।
এরপর ২৪ এপ্রিল বাড়ি ফিরে এসে তিনদিনের মধ্যেই তিনি রওনা হন মাকালুর উদ্দেশে। মে মাসের প্রথম সপ্তাহে মাকালু বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছিলেন। ফের আরও একটি আট হাজারি শৃঙ্গ জয় করে তিনি নজির গড়লেন। ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেন তিনি। ২০২২ সালে পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট আরোহন করেছিলেন। তার ঠিক পরেই লোৎসে সামিট করেন। এবারও পিয়ালি প্রমাণ করলেন তিনি থেমে থাকার মেয়ে নন। অদম্য জেদের জন্য বঙ্গতনয়াকে কুর্নিশ জানিয়েছেন সকলে।