জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রফি না জিতলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে অনেক সোনায় বাঁধানো ইনিংস খেলেছেন ক্রিস গেইল (Chris Gayle) ও এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। আরসিবি-র (RCB) দুই মহাতারকা আইপিএল (IPL) জগত থেকে সরে গেলেও, তাঁকে ভুলে যায়নি বিরাট কোহলির (Virat Kohli) ফ্র্যাঞ্চাইজি। দু'জনের জার্সি  সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হল। ডিভিলিয়ার্স ১৭ নম্বর জার্সি পরতেন। ক্রিস গেইল পরতেন ৩৩৩ নম্বর জার্সি। সেই দুটি নম্বরের জার্সি আর কেউ ব্যবহার করবে না। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৬ মার্চ আরসিবি-র উদ্যোগে হতে চলেছে ‘আনবক্স’ ইভেন্ট। ওই অনুষ্ঠানেই দুই তারকা ক্রিকেটারকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হবে। 


আরও পড়ুন: Ravindra Jadeja, IND vs AUS 1st ODI: আট মাস পর একদিনের ক্রিকেটে ফিরেই ম্যাচের সেরা, কী বললেন স্যর জাদেজা?


আরও পড়ুন: KL Rahul and Ravindra Jadeja, IND vs AUS 1st ODI: অপরাজিত ইনিংস খেলেও কেন জাদেজার প্রশংসা করলেন কে এল রাহুল?


                    pic.twitter.com/Ka2SaORSel



গত বছর আরসিবি ঘোষণা করেছিল এই দুই তারকা ক্রিকেটারকে হল অফ হেমে অন্তর্ভুক্ত করা হবে। বিরাট কোহলি বলেছেন, "উদ্ভাবনী, প্রতিভা ও স্পোর্টসম্যানশিপের মাধ্যমে ক্রিকেটে বদল এনেছে এবি।" 


ডিভিলিয়ার্স ২০১১ সালে আরসিবি-তে যোগ দেন। ১৫৬টি ম্যাচে ৪৪৯১ রান করেছেন। আরসিবি-র জার্সিতে ৩৭টি অর্ধ শতরান ও ২টি শতরান করেছেন এবিডি। অন্যদিকে 'ইউনিভার্স বস' গেইল ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন আরসিবি-র জার্সিতে। পাঁচটি শতরান করেছেন ক্যারিবিয়ান মহাতারকা। সর্বোচ্চ অপরাজিত ১৭৫ রান।  তাঁর সেই রান এখনও অক্ষত রয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)