জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল (IPL 2023) প্রায় শেষের দিকে। তবে বিরাট কোহলি (Virat Kohli) ও নবীন উল হকের (Naveen Ul Haq) মধ্যে ঝামেলা কিছুতেই থামছে না। রবিবার অর্থাৎ ২১ মে, গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ৬১ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন। গড়েছিলেন নতুন নজির। তবুও শেষরক্ষা হয়নি। 'কিং কোহলি'-র (King Kohli) মঞ্চে পালটা শতরান করেন শুভমন গিল (Shubman Gill)। পঞ্জাব তনয়ের ৫২ বলে অপরাজিত ১০৪ রানের জন্য ৬ উইকেটে হেরে প্লে-অফে যাওয়ার আগেই ক্রোড়পতি লিগ থেকে ছিটকে গেল আরসিবি (RCB)। আর এরপরেই বিরাটকে ফের একবার কটাক্ষ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন আফগানিস্তানের (Aghansistan) জোরে বোলার। বলে রাখা ভালো লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) আগেই প্লে-অফের টিকিট হাতে পেয়ে গিয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১ মে আরসিবি (RCB) বনাম এলএসজি (LSG) ম্যাচের সময়  বিরাট ও নবীনের (Virat Kohli VS Naveen-ul-Haq) মধ্যে অশান্তির সূত্রপাত হয়। মাঠের মধ্যেই তরুণ আফগান বোলারকে জুতো দেখানোর অভিযোগ ওঠে বিরাটের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন নবীন। সেই ঘটনার রেশ গড়ায় মাঠের বাইরেও। বিরাটের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। 



সেই বিতর্কিত ঘটনার পর থেকেই একাধিকবার আরসিবি ও বিরাটকে লক্ষ্য একাধিক ইঙ্গিতবাহী পোস্ট করেছিলে নবীন। আরসিবির হারের পর প্রায় উদযাপনের মুডে নানা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। রবিবারও তার অন্যথা হয়নি। গুজরাট টাইটান্সের কাছে হেরে আরসিবির আইপিএল অভিযান শেষ হতেই একটি মিম পোস্ট করেন নবীন। সেখানে দেখা যাচ্ছে, হেসে একেবারে গড়িয়ে পড়ছেন এক ব্যক্তি।


আরও পড়ুন: Virat Kohli, WTC Final 2023: মেগা ফাইনালের আগে এবার চোটে নাজেহাল বিরাট! রোহিতের চাপ আরও বাড়ল


আরও পড়ুন: WTC Final 2023, Ravichandran Ashwin: মেগা ফাইনালের আগে ফের চাপে রোহিতের টিম ইন্ডিয়া! কিন্তু কেন?



নবীনের এই পোস্ট দেখার পরেই ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাঁদের মতে, একটি দল বা ব্যক্তিকে বারবার কটাক্ষ করা একেবারেই উচিত নয়। এবার ভদ্রতার সীমা অতিক্রম করে ফেলছেন নবীন। একজন ক্রিকেটপ্রেমী বলেছেন, “আমি রশিদ খানকে অনুরোধ করব নবীনকে সংযত করতে। কারণ নবীন একাই সমস্ত আফগান খেলোয়াড়দের প্রতি বিরূপ মনোভাব তৈরি হচ্ছে।” চলতি বছরের মতো আরসিবির আইপিএল অভিযান শেষ। কিন্তু নবীন-বিরাট ঠাণ্ডা লড়াই কবে শেষ হবে, তার উত্তর অজানাই। 


বাইশ গজের যুদ্ধে  দুই ক্রিকেটার ঝামেলায় জড়িয়ে যাওয়ার জন্য আচরণবিধি ভঙ্গের অপরাধে কোহলি-গম্ভীরের ১০০ শতাংশ ও নবীনের ৫০ শতাংশ ম্যাচ-ফি কেটে নিয়েছিল বিসিসিআই (BCCI)! তবে মাঠের আগুন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সেটা থামার নামই নেই। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)