Shreyas Iyer Injury, IPL 2023: বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া ও কেকেআর! আইপিএল-বিশ্ব টেস্ট ফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রেয়স
পিঠের চোট থেকে মুক্তি পেতে শ্রেয়সকে অস্ত্রোপচার করাতে হলে, গোটা আইপিএলে খেলা সম্ভব নয়। সেই সঙ্গে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলেও তাঁকে দেখা যাবে না। ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। কারণ শ্রেয়সকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে।
সব্যসাচী বাগচী
জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর। গত ২২ মার্চ আমাদের ওয়েবসাইটের প্রতিবেদনে লেখা হয়েছিল যে, পিঠের চোটের জন্য আইপিএল (IPL 2023) ও বিশ্ব টেস্ট ফাইনাল (ICC Test Championship Final 2023) থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আর ঠিক তাই হল। বিসিসিআই (BCCI) ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফ থেকে এই বিষয়ে কোনও আপডেট দেওয়া না হলেও, সূত্র মারফত জানা গিয়েছে যে, দুটি মেগা প্রতিযোগিতায় শ্রেয়সের সার্ভিস পাওয়া যাবে না। জানা গিয়েছে চোট সারানোর জন্য তাঁর অস্ট্রোপচার করাতে হবে। আগামী কয়েক দিনের মধ্যেই বিদেশে উড়ে যেতে পারেন এই তারকা ব্যাটার।
অবশেষে আশঙ্কা সত্যি হল। পিঠের চোটের জন্য আইপিএল থেকেই ছিটকে যেতে পারেন শ্রেয়স। নাইট অধিনায়ক না খেলতে পারার জন্য অনেক আগেই নীতীশ রানার হাতে দায়িত্ব দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এমন প্রেক্ষাপটে শ্রেয়স পুরো প্রতিযোগিতা থেকে ছিটকে গেলে যে সেটা দলের জন্য সবচেয়ে বড় ধাক্কা হল, সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে শুধু কেকেআর (KKR) নয়, শ্রেয়সের পিঠের চোটের জন্য ভুগবে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়াও (Team India) । পুরো সুস্থ হয়ে ওঠার জন্য শ্রেয়সের অস্ত্রোপচার করা জরুরি। আর সেটা হলে পাঁচ মাসের আগে এই মিডল অর্ডার ব্যাটার মাঠেই ফিরতে পারবেন না। এর আগে দিল্লি ক্যাপিটলসের (Delhi Capitals) হয়ে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন। সেইজন্য তাঁর কেরিয়ার কয়েক মাসের জন্য থমকে যায়।
শ্রেয়সের চোট ও অস্ত্রোপচার সংক্রান্ত বিষয় নিয়ে নাইট টিম ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত মুখ খোলেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জি ২৪ ঘন্টা ডিজিটাল-কে জানিয়েছেন, "শ্রেয়সের চোট বড় আকার ধারণ করেছে। এই মুহূর্তে অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় নেই। বিদেশে শ্রেয়সের অস্ত্রোপচার হবে। আর সেটা হলে পাঁচ মাসের আগে ওর পক্ষে মাঠে ফেরা সম্ভব নয়। "
আরও পড়ুন: Covid 19 in IPL 2023: আইপিএল-এ ফের কোভিডের ধাক্কা, আক্রান্ত তারকা ধারাভাষ্যকার, কে তিনি?
ফলে পিঠের চোট থেকে মুক্তি পেতে শ্রেয়সকে অস্ত্রোপচার করাতে হলে, গোটা আইপিএলে খেলা সম্ভব নয়। সেই সঙ্গে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলেও তাঁকে দেখা যাবে না। ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। কারণ শ্রেয়সকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর অপারেশন করবেন বলে খবর। এদিকে শ্রেয়সের চোটের আপডেট নিয়ে প্রতি মুহূর্তে বিসিসিআই ও এনসিএ-এর মেডিক্যাল ইউনিটের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কেকেআর-এর নতুন কোচ চন্দ্রকান্ত পন্ডিত। তবে এতে কোনও লাভ হল না।
গত মরসুমে ১২.২৫ কোটি টাকা খরচ করে শ্রেয়সকে দলে নিয়েছিল কেকেআর। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল অধিনায়কের ব্যাটন। তবে তাঁর পিঠের চোটের জন্য সব পরিকল্পনা ভেস্তে গেল। বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট চলার সময় পিঠে চোট পেয়েছিলেন এই মুম্বইকর। সেইজন্য ব্যাট পর্যন্ত করতে পারেননি। আর এরপর এত বড় আপডেট এল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআই ও নাইট টিম ম্যানেজমেন্ট সরকারি বিবৃতি জারি করেনি।