জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়া (Team India) হোক কিংবা আইপিএল-এর (IPL) মঞ্চে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) একদম বাড়তি চাপ নিতে দেখা যায় না। দল হারুক কিংবা জিতুক, সবার প্রিয় 'মাহি ভাই' নিজের আবেগকে সংযম করতে পারেন। মাঝেমধ্যে মেজাজ হারিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে তাঁকে কাঁদতে দেখা যায়নি। তবে 'ক্যাপ্টেন কুল' (Captain Cool) তাঁর কেরিয়ারে দু'বার কেঁদে ফেলেছিলেন। সাজঘরের এমনই গোপন সত্যি সবার সামনে আনলেন হরভজন সিং (Harbhajan Singh)। চলতি আইপিএল-এ (IPL 2023) ধারাভাষ্য দেওয়ার সময় ভাজ্জি তাঁর বন্ধুর অন্য একটা দিক তুলে ধরলেন। ভারতের প্রাক্তন অফ স্পিনার নিজের বক্তব্য রাখার সময় তাঁর পাশে ছিলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) আর এক তারকা ইমরান তাহির (Imran Tahir)।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলে সিএসকে-এর (CSK) একটি ম্যাচ চলার সময় উঠে এসেছিল ধোনিকে বিভিন্ন 'আনটোল্ড স্টোরি'। দুই বছরের স্পট ফিক্সিং (Spot Fixing) থেকে নির্বাসন উঠে যাওয়ার পর ২০১৮ সালে কামব্যাক করেছিল সিএসকে। চেন্নাই আইপিএল-এর মঞ্চে ফিরে আসার পর ধোনির কেঁদে ফেলার একটি ঘটনা সবার সামনে আনলেন ভাজ্জি। তিনি বলেন, "সেই সময় আমিও সিএসকে-তেই ছিলাম। ২০১৮ সালে চেন্নাই আইপিএল-এ ফিরে আসার পর আমরা সবাই মিলে স্পেশ্যাল ডিনারে গিয়েছিলাম। সেই সময় আমি 'Grown Men Don't Cry' গানটা শুনছিলাম। হঠাৎ মাহি আমার কাছে এসে বললো, 'ভাজ্জি পা তুই কোন গান শুনছিস?' গানটার কথা বলতেই মাহির দু'চোখ দিয়ে জলের ধারা বয়ে গিয়েছিল। আসলে দু'বছর চেন্নাইয়ের জার্সি গায়ে চাপাতে না পেরে মাহি হতাশ হয়ে গিয়েছিল।" 



২০১৮ সালে আইপিএল-এ কামব্যাক করেই চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সবাই ধোনির দলকে 'ড্যাডিস আর্মি' বলে কটাক্ষ করেছিল। সেই টিপ্পনি নিয়েও মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান। তিনি যোগ করেন, "চেন্নাই চারবার আইপিএল জিতলেও আমাদের সবার কাছে, বিশেষ করে মাহি ভাইয়ের কাছে সেবারের ট্রফি জয় সবচেয়ে স্পেশ্যাল। কারণ আমরা দুই বছর পর কামব্যাক করেই ট্রফি জিতেছিলাম।" 


তবে শুধু  ২০১৮ সাল নয়। এর আগে ২০১৪ সালেও একবার কেঁদে ফেলেছিলেন ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে কেরিয়ারের ৯০তম টেস্ট খেলতে নেমেছিলেন 'ক্যাপ্টেন কুল'। কিন্তু সিরিজের তৃতীয় টেস্ট ড্র করার পর যে ধোনি সবাইকে চমকে দিয়ে অবসর নেবেন, সেটা কেউই ভাবতে পারেননি। তবে লাল বলের ক্রিকেটকে আচমকা বিদায়  জানিয়ে চোখের জল ফেলেছিলেন। সেই ছবি টুইটারে তুলে ধরেছিলেন সুরেশ রায়না। ধোনির দুই চোখ ভিজ যাওয়ার সেই মুহূর্ত ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)