জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (IPL 2023) আচরণবিধি ভঙ্গের জন্য লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলির (Virat Kohli) ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করল বিসিসিআই। লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (LSG vs RCB) ম্যাচ মানেই বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর। সোমবার ম্যাচ শেষে কোহলি-গম্ভীর ঝামেলায় জড়ান। দু'জনের কথা কাটাকাটি হয়। তার জেরে আইপিএলের কোড অফ কনডাক্ট -এর আর্টিকেল ২.২১ ধারায় লেভেল-টু শাস্তি পেলেন দুজনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Sunil Gavaskar | Ajinkya Rahane: 'মোটেই ফর্মের জন্য দলে ফেরেনি রাহানে!' বিস্ফোরক সানি, তাঁর খটকা অন্য জায়গায়


চিরাচরিত ধারা বজায় রেখেই এদিন একে অন্যের দিকে প্রায় তেড়ে যান বিরাট ও গম্ভীর। এই ঝামেলা থামাতে দুই দলের সদস্যদেরই হস্তক্ষেপ করতে হয়। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে লখনউ দলের অমিত মিশ্র এবং বেঙ্গালুরু দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসও দু'জনকে শান্ত করতে এগিয়ে আসছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কাইলি মেয়ার্সের সঙ্গে কথা বলছিলেন বিরাট কোহলি। গম্ভীর তাঁকে সেখান থেকে টেনে নিয়ে যান। এরপরই মেজাজ হারান বিরাট। গম্ভীরও চুপ থাকেননি। দু’জনই একে অপরকে কিছু বলতে বলতে এগিয়ে আসেন।



আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। ম্যাচ জিততে লখনউয়ের সামনে ১২৭ রানের টার্গেট দিয়েছিল আরসিবি। জবাবে, কেএল রাহুলের নেতৃত্বে লখনউ দল ১০৮ রানেই গুটিয়ে যায়। ম্যাচ শেষে সব ক্রিকেটার একে অপরের সঙ্গে হাত মেলান। আর এরপরেই শুরু হয় ঝামেলা।


তবে এই পুরো বিষয়টা ভালোভাবে নেয়নি আইপিএল কর্তৃপক্ষ। এদিন তাঁদের তরফে বলা হয়, “আইপিএলের নিয়ম ভেঙেছেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। তাঁর ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। গম্ভীর সেই শাস্তি মেনে নিয়েছেন। বিরাট কোহলিও আইপিএলের নিয়ম ভেঙেছেন। তাঁরও ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। যদিও বিরাটও সেই শাস্তি মেনে নিয়েছেন।” 


প্রসঙ্গত, সূত্রপাত হয়েছিল ২০১৩ সালে। তখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম। আর কোহলি তখনও আরসিবিতে। ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর-বিরাট। সেই ম্যাচে আউট হওয়ার পরই বাকবিতণ্ডায় জড়িয়ে যান ২ জনে। কিন্তু সোমবার ম্যাচে প্রথমেই গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা লাগেনি বিরাট কোহলির। তাঁর বিবাদের সূত্রপাত অন্য কারও সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত তা গড়ায় কোহলি-গম্ভীর বিতণ্ডায়। 



আরও পড়ুন, Wrestlers Protest At Jantar Mantar: 'ফাঁসি হওয়া উচিত'! কুস্তিগিরদের ধর্নামঞ্চ ঘুরে গেলেন প্রিয়াঙ্কা-কেজরি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)