জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যখন পিঠের চোটে জর্জরিত, ঠিক সেই সময় কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)জন্য ভালো খবর। কলকাতায় পা রাখার আগে ফর্ম ফিরে পেলেন সুনীল নারিন (Sunil Narine)। নিজের দেশের ক্লাব ত্রিনিদাদ অ্যান্ড টবাগো ক্রিকেট বোর্ডের (T&T Cricket Board Premiership Division 1) তরফ থেকে আয়োজিত একটি ম্যাচে ০ রানে ৭ উইকেট নিয়েছেন বিস্ময় স্পিনার। একইসঙ্গে সাতটি মেডেনও দিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রতিযোগিতায় কুইন্স পার্ক ক্রিকেট ক্লাবের (Queen's Park Cricket Club) বিরুদ্ধে মাঠে নেমেছিল পোর্ট অফ স্পেনের ক্লার্ক রোড ইউনাইটেড (Clarke Road United in Port of Spain)। কুইন্স পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন সুনীল নারিন। তাঁর স্পিন ম্যাজিকে মাত্র ৭৬ রানে শেষ হয়ে যায় ক্লার্ক রোড ইউনাইটেড। শুধু এই ম্যাচ নয়, চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৩১ উইকেট নিয়েছেন নারিন। এরমধ্যে টানা চারটি ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। 


আরও পড়ুন: Andre Russell, IPL 2023: শুরু হয়ে গেল অনুশীলন, নাইটদের নতুন নেতা কি আন্দ্রে রাসেল?


আরও পড়ুন: Shreyas Iyer, IPL 2023: চোট পাওয়া শ্রেয়সের বদলে কেকেআর-এর সম্ভাব্য পাঁচ অধিনায়ক কে? ছবিতে দেখুন


এর আগে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে দুবাইয়ের টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন। তবে একেবারেই ভাল খেলতে পারেননি সেখানে। দল ১০টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জেতে। তবে আইপিএল খেলতে নাইট সংসারে যোগ দিতে আসার আগে নারাইন তাঁর আগুনে ফর্ম ফিরে পেলেন।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)