Mahendra Singh Dhoni: সিএসকে-তে `ধোনি যুগ` শেষ হওয়ার পর নতুন নেতা কে? নাম জেনে নিন
বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ডের টেস্ট দল গত ১২টা ম্য়াচের মধ্যে ১০টায় জিতেছে। সঙ্গে স্টোকসের অলরাউন্ড পারফরম্যান্স একটা বাড়তি অ্যাডভান্টেজ। তবে চলতি মরসুমে স্টোকস এখনও ভালো ছন্দে নেই।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সবকিছু ঠিকঠাক থাকলে এটাই সম্ভবত চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সি গায়ে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) শেষ মরসুম। ৪১ বছর বয়সে আর তিনি খেলা নাও চালিয়ে যেতে পারেন। কিন্তু এরপর সিএসকে-এর (CSK) দায়িত্ব কে নেবেন? রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) গত মরসুমে নেতৃত্বের ব্যাটন দেওয়া হলেওম ব্যর্থ হন জাড্ডু। এমন প্রেক্ষাপটে এই তালিকায় সবথেকে এগিয়ে রয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। ১৬.২৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছে চেন্নাই। আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকায় সবথেকে যোগ্য দাবিদার ইংল্যান্ডের (England) টেস্ট দলের অধিনায়ক। এমনটাই জানালেন মইন আলী (Moeen Ali)।
ইংল্যান্ডের অলরাউন্ডার মইন বলেন, "এখানে নেতৃত্বের কোনও নির্দিষ্ট গ্রুপ নেই। দলে ক্যাপ্টেন আর কোচ আছেন, যদি বেন স্টোকসের পরামর্শের দরকার হয় তাহলে ওর সঙ্গে আলোচনা করে নেয়। পরিবেশটা খুব ভালো এখানে।"
আরও পড়ুন: David Warner, RR vs DC: কেন আউট হয়েও বেঁচে গিয়েছিলেন ওয়ার্নার? জেনে নিন আসল কারণ
আরও পড়ুন: IPL 2023, GT vs KKR: হার্দিকদের বিরুদ্ধে নাইটদের তুরুপের তাস কোন তিনজন? জেনে নিন
বেন স্টোকসের অধিনায়ক হয়ে ওঠার সম্ভবনা নিয়ে প্রশ্ন উঠলে তিনি যোগ করেন, "আমি মনে করি বেনের সুযোগ আছে। কারণ ও টেস্ট ক্রিকেটে ভালো করছে। কিন্তু ধোনি যেহেতু দায়িত্বে আছে তাই ততদিনে বাকি প্লেয়াররা নিজেদের তৈরি করতে পারবেন। ঋতুরাজ গায়কোয়াড় দারুণ প্লেয়ার, ওর উপর অনেক বড় দায়িত্ব।"
বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ডের টেস্ট দল গত ১২টা ম্য়াচের মধ্যে ১০টায় জিতেছে। সঙ্গে স্টোকসের অলরাউন্ড পারফরম্যান্স একটা বাড়তি অ্যাডভান্টেজ। তবে চলতি মরসুমে স্টোকস এখনও ভালো ছন্দে নেই। তিনি দুটো ম্যাচে মাত্র ১৫ রান করেছেন। হাঁটুর চোটের ইঙ্গিত থাকায় তিনি মাত্র এক ওভার বল করেছেন দুটো ম্যাচে। মুম্বইয়ে বিরুদ্ধে তৃতীয় ম্যাচে খেলতে নামেননি বেন স্টোকস। এমনকি মইন আলিও খেলেননি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)