David Warner, RR vs DC: কেন আউট হয়েও বেঁচে গিয়েছিলেন ওয়ার্নার? জেনে নিন আসল কারণ
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে আটকে যায় দিল্লি। ফলে এই ম্যাচ খুইয়ে হারের হ্যাটট্রিক করল দিল্লি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নির্বিষ বলে মারতে গিয়ে তুলে দিলেন ফিল্ডারের হাতে ক্যাচ। তবুও আউট হলেন না ডেভিড ওয়ার্নার (David Warner)। স্বভাবতই মাঠের বাইরে চলে গিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক। কিন্তু কিছুক্ষণ পর আম্পায়ার সিদ্ধান্ত বদল করতেই আবার বাইশ গজে এসে স্টান্স নিলেন বাঁহাতি ওপেনার। কিন্তু কীভাবে এমনটা সম্ভব হল? ক্রিকেটের নিয়ম কি তাহলে বদলে গিয়েছে? তবে ওয়ার্নারের মাঠে ফিরে আসার কারণ কিন্তু অন্য। আসলে আইসিসি-র (ICC) নতুন নিয়মে ৩০ গজের বৃত্তের বাইরে ছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
দিল্লির ইনিংসের ১৭তম ওভারে ঘটে অদ্ভুত ঘটনা। মুরুগান অশ্বিনের (Murugan Ashwin) ডেলিভারি কভার দিয়ে খেলতে চেয়েছিলেন ওয়ার্নার। ব্যাটে-বলে টাইমিং হয়নি। ক্যাচ ওঠে। সেই ক্যাচ ছুটে গিয়ে ধরেন যশস্বী। তবুও আউট দিলেন না আম্পায়ার। আসলে সেই সময় ৩০ গজ বৃত্তের বাইরে ছিলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ওপেনার। সময়ের মধ্যে ৩০ গজের বৃত্তের ভিতরে ঢুকতে পারেননি তিনি। মুরুগান যখন বোলিং করছিলেন তখন রাজস্থানের ৩জন ফিল্ডার ছিলেন ৩০ গজের বৃত্তে।
— Hardik Swagat (@HardikSwag10143) April 8, 2023
আরও পড়ুন: Shah Rukh Khan, IPL 2023: ইডেনে কি ছেলে আরিয়ানের হুডি পরে এসেছিলেন 'কিং খান'? তোলপাড় সোশ্যাল মিডিয়া
ক্রিকেটের নিয়মে বোলার বল করার সময় অন্তত ৪জন ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের মধ্যে থাকতেই হবে। নইলে নো বল ডাকবেন আম্পায়ার। এ ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাই বেঁচে যান ওয়ার্নার।
অবশ্য সেই ঘটনার কিছুক্ষণ পর ৫৫ বলে ৬৫ রান আউট হন। এদিকে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে আটকে যায় দিল্লি। ফলে এই ম্যাচ খুইয়ে হারের হ্যাটট্রিক করল দিল্লি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)