Virat Kohli, IPL 2023: স্কুলে যাওয়া শিশুর হাতে বিরাটকন্যা ভামিকাকে নিয়ে প্ল্যাকার্ড, প্রেমের প্রস্তাব! চলছে সমালোচনা
দক্ষিণ ভারতের এই মহারণ দেখতে শুরু থেকেই ছিল চরম উত্তেজনা। মহেন্দ্র সিং ধোনি ও বিরাটের ডুয়েল দেখার জন্য গ্যালারি ভরিয়েছিলেন দর্শকরা। দুই তারকা ক্রিকেটারকে একসঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল-এর (IPL 2023) মঞ্চে কত কাণ্ডই না ঘটে। প্রিয় ক্রিকেটারের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থকরা নানা রকম প্ল্যাকার্ড নিয়ে মাঠে আসে। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মধ্যে এমন এক প্ল্যাকার্ড দেখা গিয়েছে। আর সেই প্ল্যাকার্ড ঘিরেই সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বইছে! কারণ সেই প্ল্যাকার্ডে কোনও ক্রিকেটারকে উদ্দেশ্য করে কিছুই লেখা ছিল না, বরং বিরাট কোহলির (Virat Kohli) মেয়ে ভামিকার (Vamika) সঙ্গে ডেটে যাওয়ার অনুরোধ ছিল! আর সেটাই নেটপাড়া মেনে নিতে পারছে না।
দক্ষিণ ভারতের এই মহারণ দেখতে শুরু থেকেই ছিল চরম উত্তেজনা। মহেন্দ্র সিং ধোনি ও বিরাটের ডুয়েল দেখার জন্য গ্যালারি ভরিয়েছিলেন দর্শকরা। দুই তারকা ক্রিকেটারকে একসঙ্গে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। এই ম্যাচ দেখতে আসা এক শিশুর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল―'নমস্কার বিরাট আঙ্কেল। আমি ভামিকাকে সঙ্গে করে নিয়ে ডেটে যেতে পারি?'
আরও পড়ুন: Virender Sehwag on MS Dhoni: 'খুব সাবধান, নির্বাসিত হয়ে যেতে পার!' ধোনিকে কেন সতর্ক করলেন বীরু?
এই ছবি দ্রুত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ এটা স্রেফ মজা হিসেবেই নিয়েছেন। কিন্তু বেশির ভাগই করছেন সমালোচনা। এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 'সন্তানকে লালন-পালন করার ভুলের জন্যই এমন পরিণতি হল। ব্যাপারটা সুন্দর বলে মনে করার কোনও কারণ দেখছি না।' আর একজন লিখেছেন, 'একটা শিশুর হাতে কীভাবে এমন প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়া যায়? শিশুটির বাবা-মা হয়তো তাকে ঠিকভাবে মানুষ করতে পারছে না!' আবার কেউ লিখেছেন, 'এই শিশুটিও জানে না সে কী ধরে আছে!মানুষ কোনও চিন্তাভাবনা না করেই যা খুশি করে!'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)