জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল-এ (IPL 2023) তিনটি ম্যাচ খেলে দুটি অর্ধ শতরান করে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবুও রক্ষে নেই। 'কিং কোহলি'-র (King Kohli) স্ট্রাইক রেট নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যদিও এত কটুক্তি নিয়ে মাথা ঘামাতে রাজি নন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) তারকা। বরং তাঁর দাবি, দলের স্বার্থেই তিনি শুরু থেকে শেষ পর্যন্ত খেলতে চান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরাট বলেন, "যে যাই বলুক, দল যেভাবে চায় আমি সেভাবেই খেলব। বাইরে থেকে কথা বলা খুব সহজ। কারণ তাঁদের মাঠে নেমে খেলতে হয় না। আর একটা কথা মনে রাখা দরকার, গত কয়েক বছরে ক্রিকেটে আমূল বদল এসেছে। তাই অহেতুক ক্রিকেটারদের দিকে আঙুল তোলা বন্ধ হোক।" 


মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ৮২ রানে অপরাজিত থাকার পর, এবার ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ৪৪ বলে ৬১ রান করলেন। তবুও শেষরক্ষা হল না। রুদ্ধশ্বাস ম্যাচে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১ রানে হেরে গেল আরসিবি (RCB)। আর এই ম্যাচ হারতেই ক্রিকেট পণ্ডিতদের রোষের মুখে 'কিং কোহলি'। একাধিক ধারাভাষ্যকারের দাবি, বিরাটের স্লো ব্যাটিংয়ের জন্যই আরসিবি-কে ম্যাচটা হারতে হল। অনেকের মতে, দলকে গুরুত্ব না দিয়ে, ব্যক্তিগত মাইলস্টোনের কথা ভেবেই ব্যাটিং করেছেন বিরাট! এমনটাই দাবি করেছিলেন নিউ জিল্যান্ডের প্রাক্তন জোরে বোলার সাইমন ডুল। 


আরও পড়ুন: Brendon McCullum In Big Trouble: আইপিএল-এর বেটিং কোম্পানির সঙ্গে জড়িয়ে ব্যাপক বিপাকে ব্রেন্ডন ম্যাকালাম, কী জবাব দিল ইসিবি?


আরও পড়ুন: Saudi Arabia T20 League: বিসিসিআই-এর সাহায্য নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আয়োজন করতে চায় সৌদি আরব


তবে ডুলের নাম মুখে না আনলেও, পালটা জবাব দিলেন তিনি। বিরাট বলেন, "পাওয়ার প্লে শেষ হয়ে গেলে দ্রুত রান তোলা অনেক সময় কঠিন হয়ে যায়। এরমধ্যে কোনও দল উইকেট হারালে চাপ তো বাড়বেই। মোদ্দা কথা হল, একজন ব্যাটার ইচ্ছা করলেই চার-ছক্কা মারতে পারে না। আমিও সেই দর্শন থেকেই ক্রিকেটকে দেখি। তাছাড়া শুধু তো চার-ছক্কা নয়, সিঙ্গলস ও দুই রান নিয়ে বিপক্ষকে চাপে রাখাও কিন্তু ব্যাট করার আর এক পদ্ধতি।"  


গত ১০ এপ্রিল কে এল রাহুলের দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আরসিবি। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলেন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস ও বিরাট। মাত্র ২৫ বলে ৪২ রান তুলে ফেলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। ক্রিজের অপর প্রান্তে ঝোড়ো ব্যাটিং করেন ডু’প্লেসিসও। কিন্তু ৪২ রানে পোঁছনোর পরে রানের গতি কমিয়ে ফেলেন বিরাট। অর্ধ শতরান পূরণের আগে ১০টি বল খেলে মাত্র ৮ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬১ রান করে আউট হন। আর তাই বিরাটের মতো তারকাকেও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছিল। আর এবার জবাব দিলেন খোদ বিরাট। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)