জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৮ থেকে ২০২৩। দেখতে দেখতে ১৬ বছরে পা দিল আইপিএল (IPL)। বিসিসিআই (BCCI) দ্বারা পরিচালিত এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার এতটাই দাপট যে প্রতি বছর আইসিসি (ICC) পর্যন্ত একটা সময় ছেড়ে দেয়। এহেন ক্রোড়পতি লিগের চাহিদা বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup), উইম্বলডন (Wimbledon), অলিম্পিক্সের (Olympics)কাছেই। ব্র্যান্ড ভ্যালু চোখে তাক লাগিয়ে দেওয়ার মতো। জয়ী দলকে দেওয়া হয় রুপোর জল করা এক ট্রফি। যার ওপরে নীচে খোদাই করা অপরূপ নানা ভারতীয় কারুকাজ, মাঝে আঁকা থাকে ভারতের ম্যাপ। আর গায়ে লেখা থাকে এক সংস্কৃত শ্লোক (Sanskrit Sloka)। সেখানে সংস্কৃত ভাষায় লেখা 'যত্র প্রতিভা অবসর প্রাপ্যনতি।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু সংস্কৃত ভাষায় লেখা শ্লোকের কী অর্থ? জানা গিয়েছে, এটি আদতে এটি এক প্রাচীন শাস্ত্রীয় শ্লোক। এর অর্থ—'যেখানে প্রতিভাবানকে সুযোগ দেওয়া হয়।' 


আরও পড়ুন: Mohammed Shami, IPL 2023: আগুনে ফর্মে ২৩ উইকেট নিয়েও কেন মন খারাপ? শাস্ত্রীকে অকপটে জানালেন শামি


আরও পড়ুন: Shubman Gill, IPL 2023: শুভমনের শতরানের পরেও নেহরার মুখ গোমড়া! হার্দিকের সঙ্গেও লেগে গেল! দেখুন ভাইরাল ভিডিয়ো


অবশ্য সংস্কৃত ভাষায় লেখা এই শ্লোকের অর্থ একেবারেই সঠিক। কারণ এটাই প্রচারের আলোয় না থাকা, অনেক অপরিচিত ক্রিকেটার এই প্রতিযোগিতায় গত ১৬ বছর ধরে সুযোগ পাচ্ছেন। বাইশ গজে যুদ্ধে পারফর্ম করে ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠা করছেন। এবং তাঁদের মধ্যেই কয়েক জন জায়গা করে নেন জাতীয় দলে। 


যদিও ক্রিকেট পণ্ডিতদের দাবি, আইপিএল-এর মাহাত্ম যতই এই শ্লোকে ফুটে উঠুক, এই প্রতিযোগিতা কখনওই ভারতের ঘরোয়া ক্রিকেটের বিকল্প নয়। রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, দেওধর ট্রফি, ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলী ট্রফির গুরুত্ব ছিল, আছে এবং চিরকাল থাকবে। কিন্তু আইপিএল হল এমন মঞ্চ, যেখানে খ্যাতির মধ্যগগনে থাকা আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে একই দলে একই মর্যাদায় মাঠে নামেন অখ্যাত কোনও ক্রিকেটার। এবং সেখানে পারফর্ম করে ভবিষ্যতে আরও ডালপালা বিস্তার করে এগিয়ে যান। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)