জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেকেই ভেবেছিলেন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে মেগা ফাইনালের (IPL Final 2023) পরেই ব্যাট-প্যাড তুলে রাখবেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। কিন্তু কোথায় কি! আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ফাইনালের পরেই বাইশ গজের যুদ্ধকে আজীবনের জন্য বিদায় জানাবেন অম্বাতি রায়ুডু ((Ambati Rayudu)। টুইটারে নিজেই জানালেন এই মারকুটে মিডল অর্ডার ব্যাটার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বছরের আইপিএল চলাকালীনও অবসরের কথা জানিয়ে পোস্ট করে তা পরে তুলে নিয়েছিলেন রায়ুডু। আর তাই এবার টুইটের শেষে তিনি লিখে দিয়েছেন আর ইউ-টার্ন নেবেন না। তিনি লিখেছেন, ২টি দলের হয়ে ২০৪টি ম্যাচ খেলেছি ১৪টি মরসুমে। ১১ বার প্লে-অফে খেলেছি, ফাইনাল খেলেছি ৮বার। 


রায়ুডু টুইটারে লিখেছেন, 'মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সপার কিংস, দুটি সেরা দলের হয়ে খেলেছি। এরমধ্যে ১৪টি মরসুমে রয়েছে ২০৪টি ম্যাচ। ১১ বার প্লে-অফে খেলেছি, ফাইনাল খেলেছি ৮বার। আশাকরি কেরিয়ারে ষষ্ঠ আইপিএল ফাইনাল জিতব। এটা আমার কাছে একটা অসাধারণ জার্নি। যদিও এই আইপিএল ফাইনালই আমার শেষ ম্যাচ। এই প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। সবাই অনেক ধন্যবাদ। এবার আর ইউ-টার্ন নেব না।' 




আরও পড়ুন: Deepak Chahar: কার কথায় জয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? অকপটে জানালেন দীপক চাহার


আরও পড়ুন: KL Rahul Strip Club Controversy: কে এল রাহুল লন্ডনের বারে 'নগ্ন নাচ' দেখলেও 'শাক দিয়ে মাছ ঢাকলেন' আথিয়া, দেখুন ভাইরাল ভিডিয়ো


২০১০ সালে ক্রোড়পতি লিগে প্রথম ম্যাচ খেলেন রায়ুডু। এখনও পর্যন্ত ২০৩টি ম্যাচে ৩৩ বার অপরাজিত থেকে ৪৩২৯ রান করেছেন। একটি শতরান ও ২২টি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক স্কোর অপরাজিত ১০০। গড় ২৮.২৯, স্ট্রাইক রেট ১২৭.২৯।


চলতি আইপিএল-এ খেলেছেন ১৫টি ম্যাচ। ১৩৯ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ২৭। গড় ১৫.৪৪, স্ট্রাইক রেট ১৩২.৩৮। মুম্বইয়ের আইপিএল কেরিয়ার শুরু। সেই দলের হয়ে ২০১৩-র পর ২০১৫ ও ২০১৭ সালে ট্রফ জিতেছিলেন এই মারকুটে মিডল অর্ডার ব্যাটার। 


এরপর ২০১৮ সালে চেন্নাইতে চলে আসেন রায়ুডু। স্পট ফিক্সিং-এর জন্য নির্বাসন কাটিয়ে সেই বছর ফিরেই চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। এরপর ফের ২০২১ সালে ফের একবার ট্রফি হাতে তুলেছিলেন এমএস ধোনি। সেই দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রায়ুডু। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)