জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রবির রাতেই চূড়ান্ত হয়ে যাবে যে, এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) পঞ্চমবারের জন্য় আইপিএল খেতাব জিতবে না, হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হবে। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন অবশ্যই চোখ থাকবে টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়ক ধোনির দিকে। ধোনির শুধু মাঠে পা রাখার অপেক্ষা। দোরগোড়ায় মেগা মাইলস্টোন! যা এর আগে কেউ পারেননি। আইপিএলের ১৬ বছরের ইতিহাসে ধোনি প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০ তম আইপিএল ম্যাচ খেলতে চলেছেন। ক্রোড়পতি লিগের ইতিহাসে এত ম্যাচ কেউ খেলেননি। এর পাশাপাশি ধোনি ১১ তম আইপিএল ফাইনালে নামতে চলেছেন। তার মধ্যে ১০ বার অধিনায়ক হিসেবে। যাও বিরল। ২০১৭ সালে ধোনির রাইজিং পুণে সুপারজায়ান্ট খেলেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলে মাঠে নামার কথা ধরা হয়, তাহলে ধোনির পরেই থাকবেন রোহিত শর্মা। তিনি ২৪৩টি আইপিএল ম্যাচ খেলেছেন। ধোনির আইপিএলে ৫০০০-এর ওপর রান রয়েছে। ২৪টি অর্ধ-শতরান করেছেন তিনি। হাঁকিয়েছেন ২৩৪টি ছয়। সার্বিক ভাবে যদি টি-২০ দেখা হয়, তাহলে জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক তৃতীয় 'মোস্ট ক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার'। ৩৭৭ টি টি-২০ ম্য়াচ খেলেছেন মাহি। রোহিত-দীনেশ কার্তিকও সমসংখ্যক টি-২০ ম্য়াচ খেলেছেন। টি-২০ ফরম্যাটে ধোনিই সবচেয়ে সফল উইকেটকিপার। ২৯৪টি আউটে রেখেছেন অবদান।


আরও পড়ুন: Shubman Gill | IPL Final 2023: 'ধোনি-কোহলি-রোহিতের ত্রিদেবকে গিলে নেবে গিল'! ভবিষ্যদ্বাণী ক্রিকেট নক্ষত্রের


চলতি মরসুম শুরুর আগেই জানা গিয়েছিল যে, ৪১ বছরের ধোনির সম্ভবত এটিই শেষ আইপিএল। গতবছর আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর 'ইয়েলো আর্মি'র নেতৃত্ব সামলাবেন না। রবীন্দ্র জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খান জাদেজা। রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর নেতৃত্বে চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। ২ ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে ১০ দলীয় লড়াইয়ে চেন্নাই চলে যায় ৯ নম্বরে। কার্যত চেন্নাই  আইপিএল থেকে ছিটকেই যায়। তবুও আইপিএলের হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি ঘুরে দাঁড়াতে ফের ধোনির কাঁধেই দায়িত্ব তুলে দেয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। দেখা যাক ধোনি এবার পঞ্চম খেতাব জেতেন কিনা! 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)