জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল সিক্সটিন (IPL 2023) শুরু হয় গিয়েছে। জিও সিনেমা (JioCinema) ঝকঝকে মোবাইল সম্প্রচারের, পাশাপাশিই জোর দিয়েছে অনান্য বিষয়গুলির দিকেও। তারা ভোজপুরীতে ধারাভাষ্যও রেখেছে।  আর ভোজপুরী ধারাভাষ্য প্রথম দিনেই সুপারহিট। নেটপাড়া এরকম কমেন্ট্রি শুনে হেসে গড়িয়ে পড়ছে। অনেকে বলছেন যে, আইপিএল তাঁরা শুনবেন ভোজপুরীতে ধারাভাষ্যেই! বিখ্যাত ভোজপুরী নায়ক রবি কিশন (Ravi Kishan) রয়েছে ধারাভাষ্যকারদের প্যানেলে। এমএস ধোনির দুরন্ত ছয় দেখার পর তাঁর মুখ থেকে বেরিয়ে এসেছে 'জিও রে ভোজপুরিয়া...'! যা শুনে নেটপাড়ায় ঝড় উঠে গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএল সিক্সটিনের প্রথম ম্যাচে, গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স ও এমএস ধোনির চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চার বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ বার করে নেয় হার্দিকের গুজরাত। শুরুতেই হেরে যায় ধোনির ইয়েলো আর্মি। তবে ম্যাচ হেরেও হৃদয় জেতার মন্ত্র জানা আছে কিংবদন্তি ধোনির। টস হেরে ধোনিরা প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছিলেন। আটে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। চার-ছক্কায় ৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২০০-র স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আইপিএল লেজেন্ড। আর ধোনি এদিন একটিই ছয় মারেন। সিএসকে ইনিংসে শেষ ওভারে ধোনি আইরিশ পেসার জোশুয়া লিটলকে ছয় মারেন। আর সেই ছয় নিয়েই এখনও চলছে চর্চা। ধোনি আর ছয় যেন একে অপরের পরিপূরক। ফলে ধোনির কোটি কোটি ফ্যানরা, ভিন্টেজ ধোনিকে দেখে হয়ে পড়েছিলেন নস্ট্যালজিক। ধোনির এই ছয় দেখার পরেই রবি কিশান উদ্বেল হয়ে যান। 





আরও পড়ুনMS Dhoni, IPL 2023: হাঁটুর চোটে নাজেহাল ধোনি কি 'বুড়ো' হয়েছেন? জবাব দিলেন সিএসকে-র কোচ


ধোনি গুজরাতের বিরুদ্ধে ছক্কার ডাবল সেঞ্চুরি করলেন আইপিএলে। সিএসকে-র প্রথম ব্যাটার হিসেবে ২০০ ছয় মারলেন ধোনি। পাশাপাশি আইপিএলের পঞ্চম ব্যাটার হিসেবে ছক্কার দ্বিশতরান এল তাঁর ব্যাট থেকে। কুড়ি ওভারের ক্রিকেটে অবিসংবাদী সম্রাট ক্রিস গেইল রয়েছেন তালিকায় সবার ওপরে। তাঁর ঝুলিতে আছে ২৩৮টি আইপিএল ছয়। গেইলের পরেই রয়েছেন এবি ডিভিলিয়ার্স। তিনি হাঁকিয়েছেন ২৩৮টি ছয়। গেইলের দেশেরই আরেক চরিত্র কায়রন পোলার্ড। যাঁর ঝুলিতে আছে ২২৩টি ছয়। চারে আছেন বিরাট কোহলি। মেরেছেন ২১৮টি ছয়। ৩১৫ দিন পর মাঠে নামলেন ধোনি। ২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট আলবিদা বলেছেন ধোনি। তারপর থেকে শুধুই খেলেন আইপিএল। ধোনির ব্যাটিং দেখে মনে হচ্ছিল না যে, তিনি নিয়মিত ক্রিকেটের মধ্যে নেই। ৪১ বছর বয়সেও আগুন ঝলসালেন মাহি। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)