WATCH | Rinku Singh | Virat Kohli: ম্যাচের পর রিঙ্কু ছুঁলেন `রাজা`র পা! নাইটের বিরাট শ্রদ্ধায় থ নেটিজেনরা
Rinku Singh Touch Virat Kohli’s Feet After RCB vs KKR IPL 2023: আরসিবি-কেকেআর ম্যাচের পর বিরাট কোহলির পা স্পর্শ করেছেন রিঙ্কু সিং। ব্যাটিয় মায়েস্ত্রোকে রিঙ্কুর দেখানো এই বেনজির সম্মান প্রদর্শন নিয়েই চলছে আলোচনা। আবার উঠছে অন্য আরেকটা প্রশ্নও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা চার ম্যাচ হেরে ধুঁকছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)! গত বুধবার কেকেআর কার্যত ডু-অর-ডাই ম্যাচ খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে (Royal Challenger Bangalore vs Kolkata Knight Riders)। বিরাট কোহলিদের (Virat Kohli) ঘরের মাঠে টস হেরে নীতিশ রানারা (Nitish Rana) প্রথমে ব্যাট করে ২০০ রান তুলেছিলেন। চিন্নাস্বামীতে (M Chinnaswamy Stadium) এই রান ডিফেন্ড করেই নীতীর রানার (Nitish Rana) কলকাতা ম্যাচ জিতে যায় ২১ রানে। কেকেআর ফেরে জয়ের রাস্তায়। এই ম্যাচের পর এক অভাবনীয় ঘটনার ছবি ভাইরাল হয়ে যায়। দেখা যায় যে, খেলার পর রিঙ্কু সিং (Rinku Singh) বিরাটের পা ছুঁয়ে তাঁকে শ্রদ্ধা জানান। যা দেখে নেটিজেনরা চমকে গিয়েছেন। তবে এই ভাইরাল ছবির সত্যতা জি ২৪ ঘণ্টা ডিজিটাল যাচাই করে দেখেনি। কারণ এই ঘটনার স্বপক্ষে কোনও ভিডিয়ো ফুটেজ পাওয়া যায়নি। হতেই পারে কোনও ফ্যানের ছবি এডিটের কেরামতিতে এমনটা হয়েছে।
আরসিবির বিরুদ্ধে ছয়ে নেমে রিঙ্কু সিং ১০ বলে অপরাজিত ১৮ রানের ইনিংস খেলেছিলেন। ২০০ রান তাড়া করতে গেলে ঠিক যে মেজাজে ব্যাটিং শুরু করতে হয়, সেই মেজাজেই করেছিলেন বিরাট ও ফাফ দু প্লেসিস। যিনি চোটের জন্য ফিল্ডিং না করে এখন ব্যাটিংয়ের রাস্তায় হাঁটছেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলছেন ম্যাচে। কোহলি-ফাফ মিলে তিন ওভারের মধ্যেই তুলে ফেলেন ৩১ রান। ফাফ ৭ বলে ১৭ রান করে ফিরে যান। কেকেআর স্পিনার সুযশ শর্মার বলে লং-অফে তুলে খেলতে গিয়ে ধরা পড়ে যান রিঙ্কু সিংয়ের হাতে। ফাফ ফেরার পরে পরেই শাহবাজ আহমেদ (২) ও গ্লেন ম্যাক্সওয়েলকে (৫) ফিরিয়ে দেয় কেকেআর। শাহবাজ শিকার হন সুযশের। ম্যাক্সওয়েলকে বুঝে নেন বরুণ চক্রবর্তী। তবে বিরাট একটা দিক আগলে রাখছিলেন। ৫৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল আরসিবি। পাঁচে নেমেছিলেন মহিপাল লোমরোর। বিরাট তাঁকে নিয়ে স্কোরবোর্ডে রান বাড়ানোর লড়াই চালিয়ে যান। লোমরোর ১৮ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলে ফিরে যান ডাগআউটে। লোমরোর আউট হন বরুণের বলে। এরপর আউট হন কোহলি। আন্দ্রে রাসেলের বলে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ তুলে দেন বিরাট। ৩৭ বলে ৫৪ করে ফেরেন ভিকে। তিনি আউট হতেই মোটামুটি ম্যাচ বুঝে নেয় কেকেআর।
আরও পড়ুন: Yash Dayal: 'ওর অবস্থা ভালো নয়'! রিঙ্কুর বেদম প্রহারেই গুরুতর অসুস্থ যশ, কমেছে ৭-৮ কেজি ওজন!
চলতি আইপিলে রিঙ্কু আছেন দারুণ ছন্দে। প্রতি ম্যাচেই তিনি ছাপ রেখেছেন ব্যাট হাতে। তবে গত ৯ এপ্রিল অবিশ্বাস্য রাতের সাক্ষী থেকেছে আইপিএল। ওই ম্যাচে রিঙ্কু টি-২০ ফরম্যাটে ঐতিহাসিক ইনিংস খেলেছিলেন। গুজরাতের বিরুদ্ধে শেষ ৬ বলে কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। রিঙ্কু টানা পাঁচটি ছয় মেরে সব হিসেব বদলে দেন। ২১ বলে তিনি অপরাজিত থাকেন ৪৮ রানে। এই ম্যাচ দেখে বিরাট বলেছিলেন, 'আইপিএলে তরুণ ক্রিকেটাররা তো কামাল করছে। আমি তো ভাবতেও পারি না ওরা যা সব খেলছে। রিঙ্কু সিং শেষ পাঁচ বলে পাঁচটি ছয় মেরে দলকে জেতাল। অসাধারণ ব্যাপার। কখনও এমনটা ঘটেনি। এসে পাঁচটা ছয় মেরে, ম্যাচ জেতানো! অবিশ্বাস্য ব্যাপারস, কোন পর্যায় চলে গিয়েছে আইপিএল। এই রূপান্তরটা দেখছি আমরা। কত তরুণরা এগিয়ে আসছে। এটাই খুবই ভালো।' রিঙ্কু-বিরাটের যে ছবি ভাইরাল হয়েছে, তা যদি সত্যিই প্রমাণিত হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিরাট এই সম্মানেরই প্রাপ্য।