জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫ পেরিয়ে ১৬ বছরে পা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (Indian Premier League)। বিগত ১৫ বছরে আইপিএলে (IPL) একাধিক অবিস্মরণীয় রেকর্ড হয়েছে। তবে বাইশ গজের সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli) ২০১৬ সালে যা করেছিলেন, তা আজ পর্যন্ত কেউ করতে পারেননি এখনও। সেই মরসুমে বিরাট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore, RCB) জার্সিতে করেছিলেন ৯৭৩ রান। ১৬ ম্যাচে ৮১.০৮-এর গড়ে ব্যাট করেছিলেন তিনি। হাঁকিয়ে ছিলেন চারটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরি। কোহলির সর্বোচ্চ রান ছিল ১১৩। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত আইপিএলের এক মরসুমে সর্বোচ্চ রানের নজির রয়েছে আরসিবি-র প্রাক্তন অধিনায়কের হাতেই। এমনকী আজ পর্যন্ত কেউ এক মরসুমে ৯০০ রানও করতে পারেননি। তবে আইপিএল সিক্সটিনে বিরাটের রেকর্ড ভেঙে যাবে। এসে গিয়েছেন সেই ক্রিকেটার। বিরাট ভবিষ্যদ্বাণী করে দিলেন কোহলির প্রাক্তন গুরু রবি শাস্ত্রী (Ravi Shastri)। ৮৩-র বিশ্বকাপ জয়ী বলছেন যে, গুজরাত টাইটান্সের (Gujrat Titans) ওপেনার শুভমান গিলই (Shubman Gill) ভেঙে দেবেন বিরাট রেকর্ড!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাচক্রে গত মরসুমে রাজস্থান রয়্য়ালসের জার্সিতে বিধ্বংসী ফর্মে ছিলেন ব্রিটিশ ব্যাটার। কোহলির মতো তিনিও হাঁকিয়ে ছিলেন চারটি সেঞ্চুরি। করছিলেন ৮৬৩ রান। তবে ৯০০-র গণ্ডি স্পর্শ করা হয়নি 'জস দ্য বস'-এর। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেন, 'আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান যে করবে, তাকে হতে হবে ওপেনার। তবেই সে সুযোগ পাবে প্রচুর রান করার। আমার মনে হয় এবার সেই ক্রিকেটারের নাম শুভমান গিল। ও দারুণ ফর্মে আছে। ও কিন্তু টপ অর্ডারে খেলে। ফলে ওর সুযোগ থাকছে। আইপিএলে পিচও ভালো রান করার জন্য়। শুভমান যদি দুই বা তিন ইনিংসে ৮০ থেকে ১০০ রান ধারাবাহিক ভাবে করতে পারে, তাহলে কিন্তু ওর এমনিই ৩০০-৪০০ রান হয়ে যাবে। তবে আমার মতে বিরাটের রেকর্ড ভাঙা খুবই কঠিন। কারণ ৯০০-র বেশি রান করা বিরাট ব্যাপার। তবে ওপেনিং ব্যাটার দু'টি অতিরিক্ত ম্যাচ ও দু'টি বাড়তি ইনিংস পাবে। একমাত্র কোনও ওপেনারের পক্ষেই এই রেকর্ড ভাঙা সম্ভব।' শুভমান এখনও পর্যন্ত তিন ম্যাচে যথাক্রমে ৬৩ (চেন্নাই), ১৪ (দিল্লি) ও ৩৯ (কলকাতা) রান করেছেন।


আরও পড়ুনVirat Kohli, IPL 2023: 'বিরাটের স্লো ব্যাটিংয়ের জন্যই হারল আরসিবি'! ক্রিকেট পণ্ডিতদের তোপের মুখে 'কিং কোহলি'
 
গত জানুয়ারিতে শুভমান দেশের জার্সিতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন। তাঁর ব্যাটিংয়ে থ হয়েছিল ক্রিকেটবিশ্ব। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে, ওপেন করতে নেমে ৪৯.১ ওভার পর্যন্ত ব্যাট করেন শুভমন ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেললেন। ১৯টি চার ও ৯টি ছক্কা হাঁকালেন তিনি। পঞ্চম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দ্বি-শতরান করলেন গিল। সেঞ্চুরির হিসাবে ধরলে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এটি ছিল তরুণ ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। শুভমান একের পর এক দুরন্ত ইনিংসে প্রমাণ করে দিয়েছেন যে, তিনি আগামীর মহাতারকা।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)