Virat Kohli, IPL 2023: 'বিরাটের স্লো ব্যাটিংয়ের জন্যই হারল আরসিবি'! ক্রিকেট পণ্ডিতদের তোপের মুখে 'কিং কোহলি'

দারুণ ফর্মে রয়েছেন। চলতি আইপিএল-এ দেখতে দেখতে দুটি অর্ধ শতরানও করে ফেলেছেন বিরাট কোহলি। তবে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৪৪ বলে ৬১ রান করলেও, মাত্র ১ রানে হেরে গেল আরসিবি। তাই এবার বিরাটের বিরুদ্ধে স্লো' ব্যাটিংয়ের অভিযোগ উঠে গেল! 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 11, 2023, 04:38 PM IST
Virat Kohli, IPL 2023: 'বিরাটের স্লো ব্যাটিংয়ের জন্যই হারল আরসিবি'! ক্রিকেট পণ্ডিতদের তোপের মুখে 'কিং কোহলি'
অর্ধ শতরানের পরেও কোহলিকে নিয়ে 'বিরাট বিতর্ক'। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল-এ (IPL 2023) চরম ফর্মে রয়েছেন। তিনটি ম্যাচ খেলে ইতমধ্যেই দুটি অর্ধ শতরান করে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ৮২ রানে অপরাজিত থাকার পর, এবার ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ৪৪ বলে ৬১ রান করলেন। তবুও শেষরক্ষা হল না। রুদ্ধশ্বাস ম্যাচে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১ রানে হেরে গেল আরসিবি (RCB)। আর এই ম্যাচ হারতেই ক্রিকেট পণ্ডিতদের রোষের মুখে 'কিং কোহলি' (King Kohli)। একাধিক ধারাভাষ্যকারের দাবি, বিরাটের স্লো ব্যাটিংয়ের জন্যই আরসিবি-কে ম্যাচটা হারতে হল। অনেকের মতে, দলকে গুরুত্ব না দিয়ে, ব্যক্তিগত মাইলস্টোনের কথা ভেবেই ব্যাটিং করেছেন বিরাট! 

বিরাটের ইনিংস চলাকালীনই তাঁর ইনিংসের সমালোচনা করেন ধারাভাষ্যকার সাইমন ডুল (Simon Dull)। নিউ জিল্যান্ডের প্রাক্তন জোরে বোলার বলেন, "কোহলি তো একেবারে ট্রেনের মতো দ্রুতবেগে ইনিংস শুরু করেছিল। প্রচুর শট খেলছিল। কিন্তু তারপর ১০ বল খেলে মাত্র ৮ রান করল!" সাইমন ডুল ফের যোগ করে দেন, "আসলে নতুন মাইলস্টোন গড়ার বিষয়টি বিরাটের মাথায় ঘুরছে!কিন্তু ম্যাচের সময়ে এইরকম চিন্তা করার সুযোগই থাকে না। হাতে উইকেট রয়েছে, সেই সময়ে আগ্রাসী ব্যাটিংই চালিয়ে যাওয়া উচিত।"

আরও পড়ুন: Ajinkya Rahane: মারকাটারি ইনিংসের পরেও ঘরের মাঠ ওয়াংখেড়েতে টেস্ট খেলার স্বপ্ন দেখেন 'ব্রাত্য' রাহানে

আরও পড়ুন: Mahendra Singh Dhoni: সিএসকে-তে 'ধোনি যুগ' শেষ হওয়ার পর নতুন নেতা কে? নাম জেনে নিন

সোমবার অর্থাৎ ১০ এপ্রিল কে এল রাহুলের দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আরসিবি। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলেন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস ও বিরাট। মাত্র ২৫ বলে ৪২ রান তুলে ফেলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। ক্রিজের অপর প্রান্তে ঝোড়ো ব্যাটিং করেন ডু’প্লেসিসও। কিন্তু ৪২ রানে পোঁছনোর পরে রানের গতি কমিয়ে ফেলেন বিরাট। অর্ধ শতরান পূরণের আগে ১০টি বল খেলে মাত্র ৮ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬১ রান করে আউট হন। আর তাই বিরাটের মতো তারকাকেও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.