IPL 2023: আইপিএলে প্রথম জয় পেল হায়দরাবাদ
পঞ্জাব সুপার কিংসকে হারিয়ে আইপিএলে হারের হ্যাটট্রিক আটকাল সানরাইজার্স হায়দরাবাদ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে দল এল বটে, তবে ঘাম ঝরাতে হল বিস্তর! পঞ্জাব সুপার কিংসকে হারিয়ে আইপিএলে হারের হ্যাটট্রিক আটকাল সানরাইজার্স হায়দরাবাদ।
এদিন শুরু থেকে কিন্তু ম্যাচে রাশ ছিল হায়দরাবাদের হাতেই। খেলা দেখে মনে হচ্ছিল না, ম্যাচের ফল অন্যরকম হতে পারে। কিন্তু বাদ সাধলেন শিখর ধাওয়ান। বাঁ-হাতি এই ব্যাটারে লড়াই-ই শেষপর্যন্ত কাজ কঠিন করে দিল হায়দরাবাদের! শেষরক্ষা অবশ্য করতে পারলেন না তিনি।
হায়দরাবাদের বিরুদ্ধে টস হেরে ব্য়াট করতে নামে পঞ্জাব। ৯ উইকেটে হারিয়ে তাঁদের সংগ্রহ ছিল ১৪৩ রান। যার মধ্যে ৯৯ রান করেনই ধাওয়ার একাই। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ।