জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমএস ধোনি (MS Dhoni) কখন কী বলেন, আর কী করেন, তা একমাত্র তিনিই জানেন। জীবনের যে কোনও বড় সিদ্ধান্তের আগে চমক রাখাটা ধোনির স্বভাবজাত। সে টেস্ট ক্যাপ্টেনসি ছাড়া হোক বা দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলা। খুব স্বাভাবিক ভাবেই ধোনি আইপিএল অবসরের সিদ্ধান্তেও চমক রাখবেন, তা বলাই যায়। তবে এবার আর চমক নয়, ধোনি সাফ জানিয়ে দিলেন যে, তাঁকে দেখা যাবে আইপিএলে। ধোনি নিজে মুখেই এই কথা জানিয়েছেন তাঁর অন্যতম প্রিয় বন্ধু বহু বছরের প্রাক্তন সতীর্থ সুরেশ রায়নাকে (Suresh Raina)। রায়না আইপিএলের সম্প্রচারকারী ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ধোনি আইপিএল ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন! রায়না জানান যে, ধোনি তাঁকে সম্প্রতি বলেছেন, 'আমি ট্রফি জিতে আরও এক বছর খেলব!' রায়না যখন বলে দিলেন, ধোনি আরও খেলেবেন, তার মানে বলে দেওয়াই যায় যে, মাহি শো চলছে...চলবে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একানা ক্রিকেট স্টেডিয়ামে চলতি আইপিএলের ৪৫ নম্বর ম্যাচে লখনউ সুপার জায়েন্টস ও চেন্নাই সুপার কিংস। এই ম্য়াচে টসের সময় সিএসকে অধিপতি এমএস তাঁর আইপিএল অবসর ইস্যুতে ব্লকবাস্টার বিবৃতি দিয়েছিলেন। যা শুনে ফ্যানরা মেতেছিলেন সেলিব্রেশনে। জনপ্রিয় ধারাভাষ্য়কার ড্যানি মরিসন ধোনিকে বলেছিলেন, 'আপনার শেষ আইপিএল, অসাধারণ একটা ট্যুর চলছে, আপনি কেমন উপভোগ করছেন?' যাঁর উত্তরে ধোনি বলেন, 'ও আপনিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমার শেষ আইপিএল বলে।' এরপর ধোনি হেঁয়ালি মাখা হাসি দেন। মরিসন এই উত্তর শুনে, দর্শকদের উদ্দেশে বলেন যে, ধোনি পরেরবার কামব্যাক করছেন। ধোনির এই বক্তব্যের ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যদিও তার কিছুদিন আগেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার পর ধোনি বলেছিলেন, 'যা বলার বলেছি, যা করার করেছি। কেরিয়ারের অন্তিম পর্বে আমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যতদিন খেলব, যেন উপভোগ করতে পারি।' 


আরও পড়ুন: WATCH | MS Dhoni: 'আপনিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন...', অবসর ইস্যুতে ধোনির ফের ব্লকবাস্টার বিবৃতি!


চলতি মরসুম শুরুর আগেই জানা গিয়েছিল যে, ৪১ বছরের ধোনির সম্ভবত এটিই শেষ আইপিএল। গতবছর আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর 'ইয়েলো আর্মি'র নেতৃত্ব সামলাবেন না। রবীন্দ্র জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খান জাদেজা। রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর নেতৃত্বে চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। ২ ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে ১০ দলীয় লড়াইয়ে চেন্নাই চলে যায় ৯ নম্বরে। কার্যত চেন্নাই  আইপিএল থেকে ছিটকেই যায়। তবুও আইপিএলের হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি ঘুরে দাঁড়াতে ফের ধোনির কাঁধেই দায়িত্ব তুলে দেয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)