IPL 2023 Final: ভয়ংকর খেলা হল, ধোনিরা মাঠে, দেশবাসী খাটে, ফাইনালে দেদারে বিকোল কন্ডোম!
Swiggy Sold 2423 Durex Condom Packets on IPL 2023 Final: আইপিএল ফাইনালে মাঠের উত্তেজনা ছিল খাটেও। ধোনি-হার্দিকদের মহাযুদ্ধে রতিক্রিয়ায় মত্ত হয়েছিলেন হাজার হাজার দেশবাসী। সেই পরিসংখ্যানই চলে এল সামনে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্সকে (GT vs CSK, IPL Final 2023) ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ীর কাছেই হার্দিকের ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে। আর আইপিএল সিক্সটিনের ফাইনালে একাই লাইমলাইট কেড়ে নিয়েছেন সিএসকে-র মহারথী রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। গত মরসুমে অধিনায়ক হয়ে ডুবিয়ে দিয়েছিলেন চেন্নাইকে। সেই জাড্ডুই এবার প্রায়শ্চিত্ত করলেন। শেষ দুই বলে ছয়-চার হাঁকিয়ে 'ইয়েলো আর্মি'কে এনে দেন অবিশ্বাস্য জয়। ফাইনালের মতো ফাইনাল দেখেছেন কোটি কোটি ভারতবাসী। প্রতি মুহর্তে টানটান উত্তেজনা। ক্লাইম্যাক্সের আগাম আঁচ পাননি কোনও ক্রিকেটবোদ্ধাও।
ধোনি-হার্দিকরা যখন খেললেন মাঠে, তখন দেশবাসী খেলল খাটে! ফাইনালে দেদারে বিকোল কন্ডোম। এমনটাই জানাল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম (Swiggy)। ২৪২৩ বাক্স ডিউরেক্স কন্ডোম প্যাকেট তারা বাড়ি বাড়ি ডেলিভারি করেছে। সুইগি হাস্যরস সমৃদ্ধ ট্যুইট সোশ্য়াল মিডিয়ার মন জয় করে নিয়েছে। সুইগি রাত ৮টা ৪৩ মিনিটে ট্যুইট করে লেখে, 'এখনও পর্যন্ত সুইগিইনস্টামার্ট ২৪২৩টি কন্ডোম ডেলিভারি করেছে। মনে হচ্ছে আজ রাতে ২২ জনের বেশি প্লেয়ারই খেলছে।'আইপিএলে সুইগির ট্যুইট বিভিন্ন সময়ে মন জয় করে নিয়েছে।
আরও পড়ুন: Ravindra Jadeja: অধিনায়ককে দেখে চোখে জল রিভাবার! ধোনি-জাদেজার সম্পর্কের সমীকরণ সামনে
চলতি মরসুম শুরুর আগেই জানা গিয়েছিল যে, ৪১ বছরের ধোনির সম্ভবত এটিই শেষ আইপিএল। গতবছর আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে দিয়েছিলেন যে, তিনি আর 'ইয়েলো আর্মি'র নেতৃত্ব সামলাবেন না। রবীন্দ্র জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খান জাদেজা। রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর নেতৃত্বে চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। ২ ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে ১০ দলীয় লড়াইয়ে চেন্নাই চলে যায় ৯ নম্বরে। কার্যত চেন্নাই আইপিএল থেকে ছিটকেই যায়। তবুও আইপিএলের হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি ঘুরে দাঁড়াতে ফের ধোনির কাঁধেই দায়িত্ব তুলে দেয়। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই পাঁচবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। ধোনি ফাইনালের পর জানিয়েছেন যে, শরীর সায় দিলে তিনি আগামী বছর আইপিএলও খেলবেন। ফ্যানদের ভালোবাসা তিনি এভাবেই ফিরিয়ে দেবেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)