জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কয়েক দিন আগের কথা। চলতি আইপিএল-এ (IPL 2023) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট কোহলি (Virat Kohli)মাঠে ঢুকতেই কোটলার দর্শক বিরাট…বিরাট চিৎকারে ঘরের ছেলেকে স্বাগত জানায়। সেইসময় মাঠে উপস্থিত ছিলেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা (Rajkumar Sharma)। গুরুজনদের দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। বিরাটও করেছিলেন। কোহলির ‘বিরাট’ হওয়ার পিছনে রাজকুমার শর্মার ভূমিকা নিঃসন্দেহে বড়। বিশ্ব বন্দিত এই ক্রিকেটারের ক্রিকেট জীবনের শুরুটা হয়েছিল এই কোচের হাত ধরেই। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল। এবার সেই রাজকুমার শর্মাকে 'গুরুদক্ষিণা' দিয়ে আবেগপ্রবণ পোস্ট করলেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইনস্টাগ্রামে কোচের সঙ্গে একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'কিছু কিছু খেলোয়াড়ের কাছে খেলাধুলো বরাবরই দ্বিতীয় স্থানে থাকে। আমার মতে, প্রথম দিন থেকে যাঁরা আপনার উপর বিশ্বাস রেখেছে তাঁদের নিয়ে উচ্ছ্বসিত হওয়াটা গুরুত্বপূর্ণ। আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ রাজকুমার স্যরের কাছে, যিনি শুধু আমার কাছে এক জন কোচ নন, একজন পথপ্রদর্শক। যিনি গোটা যাত্রাপথে আমাকে উৎসাহ দিয়ে গিয়েছেন।' 



দিল্লিতে রাজকুমার শর্মার ক্রিকেট অ্যাকাডেমিতে বিরাট যেদিন প্রথম এসেছিলেন, সেই দিনটা এখনও ভোলেননি তাঁর ছেলেবেলার কোচ। রাজকুমার শর্মা এই প্রসঙ্গে বলেন, '১৯৯৮ সালের ৩০ মে ও আমার কাছে ওর বাবা এবং ভাইয়ের সঙ্গে এসেছিল। ও ছেলেবেলায় ওর বয়সী বাকিদের থেকে আলাদা ছিল। ভীষণ দুষ্টু তো ছিলই। একইসঙ্গে বিরাট প্রতিভাও ছিল ওর মধ্যে। প্রথম দিন থেকে নিষ্ঠাবান ছিল এবং নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। ওর মধ্যে নিজেকে প্রমাণ করার একটা তাগিদ ছিল। নিজের ওপর বিশ্বাস ছিল বড় কিছু করে দেখানোর।' সেই বিরাট নিজের তাগিদেই এগিয়ে চলেছেন। দিল্লির একজন উঠতি প্রতিভা, এখন ক্রিকেট দুনিয়ার মহীরুহ। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)