ওয়েব ডেস্ক: রিলে রেস দেখেছেন নিশ্চয়ই? দেখেছেন কিংবা নিজেও হয়তো খেলেছেন। মনে আছে সেখানে কীভাবে চারজন প্রতিযোগী এক পাক করে ঘুরে এসে একে অপরের হাতে ব্যাটনটা দিয়ে দেন। শেষ প্রতিযোগীকে শুধু শেষ পাকটা ঘুরে টার্গেটে পৌঁছতে হয়। এরকমই একটা রিলে রেসে অসাধারণ দৌড় দেখার সাক্ষী থাকলেন কিছু দর্শক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইউনিভার্সিটি কলেজ কর্ক উওমেন্স টিমের মেয়েরা পঞ্চম স্থানেই প্রতিযোগিতাটি শেষ করত। যদি না শেষ ল্যাপে আইরিশ রানার ফিল হিলির ওইরকম একটা অসাধারণ দৌড় দেখা যেত। শেষ ল্যাপের মাঝামাঝি সময়েও হিলি পঞ্চম স্থানেই ছিলেন। তারপর আর তাঁকে দৌড়তে দেখা গেল না। মনে হল তিনি যেন ট্র্যাকে উড়ে গেলেন। একের পর এক প্রতিযোগীকে পেরিয়ে যেতে লাগলেন অনায়াসেই। আর তাঁর অভাবনীয় একটা দৌড়ের জন্য জিতে গেল ইউনিভার্সিটি কলেজ কর্ক উওমেন্স টিম।


দেখে নিন সেই অসাধারণ দৌড়ের ভিডিওটি।