ওয়েব ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টের শুরুটা দুর্দান্ত করল ভারত। বলা যেতে পারে, প্রথম টেস্টে আপাতত চালকের আসনে বিরাট কোহলির ভারত। প্রথম ইনিংসে অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত ডাবল সেঞ্চুরি এবং রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে ভর করে ক্যারিবিয়ানদের সামনে বিরাট স্কোর করে ডিক্লেয়ার করে দেয় ভারত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের রান ৮ উইকেটে ৫৬৬।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিদেশের মাটিতে ফের নজির বিরাটের!


প্রশ্ন উঠছে, এটাই কি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের সর্বোচ্চ রানের ইনিংস? কিন্তু না। ১০ বছর আগে এর থেকেও বেশি রান তুলেছিল ভারত। এক ঝলকে দেখে নিন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের সবথেকে বেশি রানের টেস্ট ইনিংসগুলো।


১) ৫৮৮/৮ উইকেটে (ডিক্লেয়ার) - ২০০৬ সালে।


২) ৫৬৬/৮ উইকেটে (ডিক্লেয়ার) - ২০১৬ সালে।


৩) ৫২১/৬ উইকেটে (ডিক্লেয়ার) - ২০০৬ সালে।


৪) ৫১৩/৯ উইকেটে (ডিক্লেয়ার) - ২০০২ সালে।


৫) ৪৬৯/৭ - ১৯৮৩ সালে।


আরও পড়ুন ওয়ানডেতে অবসর?কী বললেন ধোনি