জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য়ই বোর্ডের বার্ষিক চুক্তি খুইয়েছেন তিনি। বছর পঁচিশের পটনার ক্রিকেটার ঈশান কিশান (Ishan Kishan)। বিসিসিআইয়ের সাফ নির্দেশ সত্ত্বেও, রঞ্জি ট্রফিতে অংশ না নিয়ে ঈশান নিজেই নিজের কফিনে পেরেক পুঁতেছেন। তবে আপাতত ঈশানের একটাই লক্ষ্য়। আসন্ন আইপিএলে (IPL 2024) অসাধারণ পারফর্ম করে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে নিজের জায়গা পাকা করা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মুহূর্তে ভারতীয় দলের হাতে বিকল্পের কোনও অভাব নেই। একাধিক রাজ্য়ের প্রতিভাবান তরুণদের ছড়াছড়ি। আগামী ২৪ মার্চ মুম্বইয়ের আইপিএল অভিযান শুরু হচ্ছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ঈশান চলে এসেছেন মুম্বইয়ের শিবিরে যোগ দিতে। তবে টিম হোটেলে তাঁর সঙ্গে যে অভিজ্ঞতা হয়েছে, তার ভিডিয়ো দেখলে হাড়হিম হয়ে যাবে।



আরও পড়ুন: মালিঙ্গার সামনেই 'টোক্রাশার' সচিনপুত্র! নেটে গড়াগড়ি খেলেন ব্যাটার...


ঈশানের হোটেলের দরজায় লেখা ছিল Darna Mana Hai! এরপর তিনি ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে বটল-ফ্লিপ চ্য়ালেঞ্জে অংশ নেন। দু'বার ঠিক ভাবে করে, তৃতীয়বার তিনি ব্য়র্থ হন। এরপরেই ঈশান খেয়াল করেন যে, আয়নায় তিনি নিজের যে অবয়ব দেখছেন, তার কার্যকলাপ আর নিজের কার্যকলাপ একেবারে আলাদা। অথচ দু'জনের পোশাক এক। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল টিমের মুন্সিয়ানায় ঈশানের হোটেল রিসেপশনে মিশেছে হরর সিনেমার অনুভূতি। আর এই ভিডিয়ো দেখে নেটদুনিয়া মজেছে। ঘটনাচক্রে ঈশানের নাম জড়িয়েছে আরও একটি কারণে। বাঁ-হাতি পেসার অর্জুন তেন্ডুলকর সদ্য়ই যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে। অনুশীলনে অর্জুনের হাত থেকে বেরিয়ে এসেছে একের পর এক ইয়র্কার। কিংবদন্তি লাসিথ মালিঙ্গা অর্জুনদের বোলিং কোচ। 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের পুত্র, দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি বোলারের সামনেই 'টোক্রাশার' অবতারে ধরা দিয়েছেন। সচিনপুত্রের পিনপয়েন্ট ইয়র্কারে নেটে গড়াগড়ি খেয়েছেন ঈশান। সেই ভিডিয়ো দেদারে ভাইরাল হয়েছে।


গতবছর ডিসেম্বরেই নীল সাম্রাজ্যে রোহিত (শর্মা) যুগের অবসান ঘটেছে! মুম্বইয়ের (ইন্ডিয়ান্স) মসনদে বসেছেন হার্দিক পাণ্ডিয়া। রিকি পন্টিং থেকে রোহিতের হাতে উঠেছিল অধিনায়কত্বের ব্যাটন। রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল সেরা হয়। এমএস ধোনির সঙ্গে যুগ্মভাবে রোহিত ক্রোড়পতি লিগের সফলতম অধিনায়ক। নেতা হিসেবে রোহিতের সঙ্গে মুম্বইয়ের ১০ বছরের সম্পর্ক শেষ হয়েছে। এবার হার্দিক যুগের সূচনা।  


আরও পড়ুন: WATCH | Hardik Pandya | IPL 2024: 'দেশের হয়ে খেলে না, সোজা আইপিএল'! হার্দিককে তীব্র কটাক্ষ প্রাক্তন নক্ষত্রের



 
 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)