জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঁ-হাতি পেসার অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) সদ্য়ই যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians, MI) শিবিরে। অনুশীলনে অর্জুনের হাত থেকে বেরিয়ে এসেছে একের পর এক ইয়র্কার। কিংবদন্তি লাসিথ মালিঙ্গা (Lasith Malinga) অর্জুনদের বোলিং কোচ। 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পুত্র। দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি বোলারের সামনেই 'টোক্রাশার' অর্জুন। সচিনপুত্রের পিনপয়েন্ট ইয়র্কারে নেটে গড়াগড়ি খেলেন ব্য়াটার। সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ক্য়াপশনে লেখা হয়েছে অর্জুন তাঁর কাজই করছেন। অর্জুনের বোলিং সেশনের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Hardik Pandya | IPL 2024: ড্রেসিংরুমে হল মন্দির, নারকেল ফাটিয়েই সূচনা, চর্চায় ধার্মিক অধিনায়কের ভিডিয়ো
বোঝাই যাচ্ছে অর্জুন সুযোগ পেলেই আসন্ন আইপিএলে আগুন ঝলসাবেন। ইয়র্কার অর্জুনের অস্ত্র। অতীতে একাধিকবার আগুনে ইয়র্ক দেওয়ার জন্য় তিনি খবরের শিরোনামে এসেছেন। গত মরসুমে অর্জুনের আইপিএল অভিষেক হয়। তিনি নীল জার্সিতে চার ম্য়াচ খেলে পেয়েছেন তিন উইকেট। বছর চব্বিশের অর্জুন গোয়ার হয়ে রঞ্জি ট্রফি খেলেই আইপিএল খেলতে নামছেন। ২০২২ সালেই অর্জুন নিজের রাজ্য় ছেড়ে গোয়ায় পাড়ি জমান ঘরোয়া ক্রিকেট খেলার জন্য়। গোয়ার হয়েই প্রতিনিধিত্ব করছেন তিনি।আগামী ২৪ মার্চ আহমেদাবাদে শুভমন গিলের গুজরাতের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলবে হার্দিক পাণ্ডিয়ার মুম্বই। এখন দেখার অর্জুন প্রথম একাদশে সুযোগ পান কিনা!
গত মরসুমে জসপ্রীত বুমরা চোটের জন্য় আইপিএল খেলতে পারেননি। এবার বুমরা পুরো ফিট। তাঁকে পাওয়া নিঃসন্দেহে দলের জন্য় দারুণ সুখবর। বিশ্বের অন্য়তম সেরা বোলার বুমরা। তাঁকে সঙ্গ দেবেন দুই বিদেশি। রয়েছেন অজি পেসার জেসন বেহেরেনডর্ফ ও দ্বীপরাষ্ট্রের দিলশান মধুশঙ্কা।
আরও পড়ুন: Virat Kohli: ঝাপসা হচ্ছে 'রাজা'র মুখ, বিরাটকে ছাড়াই বিশ্বকাপে ভারত! এখনই তৈরি নীলনকশা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)